চিনি ছাড়া হালুয়া, পায়েস

যাঁদের মিষ্টি খাওয়া মানা, মিষ্টি খেতে তাঁদের যেন একটু বেশিই ইচ্ছা করে। শবে বরাতের দিন বিকল্প চিনি দিয়ে বানাতে পারেন হালুয়া, পায়েস। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

গাজরের হালুয়া

ছবি: কবির হোসেন

উপকরণ: গাজর আধা কেজি, ঘি ৩ টেবিল চামচ, পেস্তাবাদামকুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, দুধ ১ কেজি জাল দিয়ে আধা কেজি করে নিতে হবে, গুঁড়া দুধ আধা কাপ, বিকল্প চিনি (০ ক্যালরি) ৪ থেকে ৫ প্যাকেট (স্যাশে বা পরিমাণমতো)।

প্রণালি: গাজরের খোসা ছিলে সবজি কুড়ানি বা গ্রেটার দিয়ে কুড়িয়ে নিতে হবে। ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। পেস্তাবাদাম, কিশমিশ ভেজে উঠিয়ে রাখুন। এবার ২ টেবিল চামচ ঘি দিয়ে দারুচিনি, এলাচি দিন। গাজর দিন। ভাজা হলে দুধ দিন। ২ টেবিল চামচ দুধ সরিয়ে রাখুন। সেদ্ধ হয়ে নরম হয়ে এলে ভেজে রাখা কিছু পেস্তাবাদাম, কিশমিশ, গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে। চুলা থেকে নামিয়ে ২ টেবিল চামচ তরল দুধের সঙ্গে বিকল্প চিনি মিশিয়ে নিন। হালুয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিবেশন পাত্রে ঢেলে দিন। ওপরে বাকি পেস্তাবাদাম, কিশমিশ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

ফুলকপির পায়েস

ছবি: কবির হোসেন

উপকরণ: মাঝারি আকারের ফুলকপি ২টি, পোলাওয়ের চাল ২ টেবিল চামচ, বিকল্প চিনি (০ ক্যালরি) ৫-৬ প্যাকেট বা পরিমাণমতো, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৬টি, দুধ দেড় লিটার, গুঁড়া দুধ আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তা ৩ টেবিল চামচ, কাঠবাদামকুচি ৩ টেবিল চামচ।

প্রণালি: ফুলকপির ওপরের ফুলগুলো ছুরি দিয়ে পাতলা করে কেটে নিন। ১ কাপ করে গরম পানিতে ২৫ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। কিশমিশ, পেস্তাবাদামকুচি ভেজে উঠিয়ে রাখুন। পোলাওয়ের চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে আধভাঙা করে নিতে হবে। এবার পোলাও চালের গুঁড়া দুধ দিয়ে সেদ্ধ করে নিন। দুধ অর্ধেক হয়ে এলে ফুলকপি দিয়ে দিন। ঘন হয়ে এলে দারুচিনি, এলাচি দিতে হবে। বাকি ঘি দিন। কিশমিশ, পেস্তাবাদামকুচি দিয়ে দিন। নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে বিকল্প চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। পরিবেশন পাত্রে ঢেলে দিন। পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।