আপনি ইফতারির মুড়িমাখায় জিলাপির পক্ষে না বিপক্ষে? জরিপ ও পুষ্টিবিদ কী বললেন

ইফতারির মুড়িমাখায় জিলাপি মেশানো ঠিক, নাকি ভুল?
ছবি: কবির হোসেন

প্রতিবছর রমজান মাসে একটি বিতর্ক যেন অবধারিত—ইফতারির মুড়িমাখায় জিলাপি মেশানো ঠিক, নাকি ভুল? এই বিতর্ক জমে ওঠে যেকোনো আড্ডায়। তবে ইদানীং বিতর্কের মূল মঞ্চ হয়ে উঠেছে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম বা ফেসবুক। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আগেই তাই ফেসবুকে দেখা যায় ‘মুড়িমাখায় জিলাপি প্রতিরোধ কর্মসূচী’–জাতীয় ইভেন্ট। আদতে কোন দলের পাল্লা ভারী, সেটিই জানার চেষ্টা করেছিলাম আমরা। সঙ্গে থাকছে পুষ্টিবিদের মতামত—মুড়িমাখায় জিলাপি কতটা স্বাস্থ্যকর?

কে কী বলছেন

অনেকের কাছে জিলাপি ছাড়া ইফতার ঠিক জমে না। এটা অনেকের কাছে আবেগের বিষয়। ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনিসহ নানা পদের চপের সঙ্গে জিলাপি মিশিয়ে খাওয়াতেই তাঁদের আনন্দ। অনেকে আবার মুড়িমাখায় জিলাপির অন্তর্ভুক্তি মানতেই পারেন না। তাঁদের বক্তব্য, ‘ঝালের সঙ্গে আবার মিষ্টি কেন! মিষ্টি খেতে হলে আলাদা করে মিষ্টিই খাও।’

ইফতারির মুড়িমাখায় জিলাপি মেশানোর ব্যাপারটি অঞ্চলগত কোনো ব্যাপার নয়
ছবি: কবির হোসেন

এটা কি দেশের বিশেষ কোনো অঞ্চলের খাবার? কেন এটা কেউ পছন্দ করেন আবার কেউ এড়িয়ে চলেন? দেশের একাধিক অঞ্চলের বিভিন্ন বয়সী ১২ জনের সঙ্গে ইফতারির মুড়িমাখায় জিলাপি মেশানোর ব্যাপারে কথা বলে যেটা বোঝা গেল, এটা অঞ্চলগত কোনো ব্যাপার নয়। অর্থাৎ অমুক অঞ্চলের মানুষ এটা পছন্দ করেন আর তমুক অঞ্চলের মানুষ পছন্দ করেন না, তা নয়।

আরও পড়ুন

ঝিনাইদহের তরুণী তানজিনা বললেন, ‘মুড়িমাখায় জিলাপি মিশিয়ে খেতে মজা লাগে। ঝালের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভাব মুড়িমাখার স্বাদটা দ্বিগুণ করে দেয়।’ জিলাপি–বিরোধীদের সম্পর্কে এই তরুণীর বক্তব্য, ‘তাঁদের হয়তো হজম করতে সমস্যা হয়, তাই মুড়িমাখায় জিলাপি তাঁরা পছন্দ করেন না।’

উত্তরবঙ্গের ৫৬ বছর বয়সী জোবেদা আক্তারের বক্তব্যও প্রায় একই। তাঁর মতে, ‘লালমনিরহাট জেলার ইফতারে বুট, বুন্দিয়া আর জিলাপি অবশ্যই লাগবে। ইফতারে সব উপকরণ মাখানোর পর সেটির সঙ্গে কড়কড়া জিলাপিতে কামড় না বসালে ইফতারে তৃপ্তি হয় না। আমাদের সবচেয়ে বেশি পছন্দ আখের গুড়ের জিলাপি, যা উত্তরবঙ্গে বেশি পাওয়া যায়।’

খাবার ও আঞ্চলিকতা নিয়ে যদি ট্রলের হিসাব কষা হয়, সে ক্ষেত্রে নোয়াখালী অঞ্চলের মানুষদের ঘিরেই বেশি। তাই মুড়িমাখায় জিলাপি বিতর্কে এই অঞ্চলের মতামতও নিয়েছি আমরা। সেখানে মুড়িমাখায় জিলাপির পক্ষে যেমন আছেন, বিপক্ষেও আছেন অনেকে। নোয়াখালীর কাপড় ব্যবসায়ী মিলন হকের মতে, মুড়িমাখায় জিলাপি মিষ্টি-ঝালের সংমিশ্রণের অনন্য স্বাদ তৈরি করে, যা নোয়াখালীর খাদ্যসংস্কৃতির অংশ হয়ে উঠেছে। অর্থাৎ এটা নোয়াখালীর মানুষ আপন করে নিয়েছেন। তাঁর ভাষায়, ‘জিলাপির মিষ্টি ইফতারের সময় দ্রুত শক্তি জোগায়। ইফতারে সবাই একসঙ্গে বসে মুড়ির সঙ্গে সব উপাদান মেখে খাওয়ার মজাই আলাদা।’

অনেকের মতে, ইফতারির মুড়িমাখায় জিলাপি বা মিষ্টি না রাখাই ভালো
ছবি: কবির হোসেন

এতক্ষণ এই লেখা পড়ে মনে হতে পারে, তাহলে দেশের সব অঞ্চলের মানুষই কি মুড়িমাখায় জিলাপির পক্ষে? না, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। একই পরিবারের সদস্য হওয়ার পরও মুড়িমাখায় জিলাপি মেশানো নিয়ে একেক জনের একেক রকম অবস্থানও লক্ষ করা যায়। আবার এমনও দেখা যায়, কেউ কেউ জিলাপি পছন্দ করেন ঠিকই, কিন্তু সেটি মুড়িমাখায় নয়, আলাদাভাবে।

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের বেশির ভাগই মুড়িমাখায় জিলাপি পছন্দ করেন না। এই অঞ্চলের তরুণী কণা ফাতিমা বলেন, ‘ঝাল খাবারের একরকম স্বাদ, মিষ্টি খাবারের অন্য রকম। দুটিকে মিলিয়ে জগাখিচুড়ি পাকানোর মানেই হয় না।’

চট্টগ্রাম শহরের জিহাদ বললেন, ‘ছোলা-মুড়ি এমন এক যুগল, যার মধ্যে জিলাপি দেওয়া মানে তৃতীয় পক্ষের উপস্থিতি। ছোলা–মুড়ি চট্টগ্রামেরও ঐতিহ্যবাহী ইফতারি। তবে এই খাবারে জিলাপি মেশালে ঝাল-মিষ্টি মিলিয়ে খুব অদ্ভুত এক স্বাদ তৈরি করে। তখন খাবারগুলোর নিজস্ব স্বাদ আর পাওয়া যায় না।’

আরও পড়ুন

ফলাফল কী

মুড়িমাখায় জিলাপি রাখার পক্ষে মত দিয়েছেন অনেকে
ছবি: কবির হোসেন

বিভিন্ন অঞ্চলের যে ১২ জনের সঙ্গে আমরা কথা বলেছি, তার মধ্যে বেশির ভাগই মুড়িতে জিলাপি মাখার পক্ষে। বেশির ভাগের যুক্তি হলো, ঝাল খাবারে মিষ্টি যোগ করলে পুরো খাবারটির স্বাদ বাড়ে। তবে যাঁরা মুড়িমাখায় জিলাপি পছন্দ করেন না, তাঁদের যুক্তি, এটা মূল খাবারের স্বাদ নষ্ট করে।

পুষ্টিবিদ কী বলছেন

ব্যক্তিভেদে রুচির পার্থক্য থাকবেই। এ ছাড়া কারও হজমশক্তি ভালো, কারও ভালো নয়। তবে ছোলা-মুড়িতে জিলাপি মিশিয়ে খাওয়া আদতে কতটা স্বাস্থ্যসম্মত? জানতে চেয়েছিলাম ফরাজী হাসপাতালের পুষ্টিবিদ নাহিদা আহমেদের কাছে। তিনি বলেন, ‘মুড়িতে ভিটামিন বি এবং প্রচুর খনিজ উপাদান আছে। তাই মুড়ি আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। মুড়িতে আরও মেলে প্রচুর শর্করা। পেট ভরা রাখে বলে ওজন কমাতে সহায়ক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। আর ছোলা মূলত ডাল, প্রোটিনসমৃদ্ধ খাবার। ছোলা ও মুড়ি আলাদা আলাদা বা একসঙ্গে খেলে বেশ উপকার; কিন্তু ছোলা–মুড়ির সঙ্গে জিলাপি ও বিভিন্ন রকমের তেলে ভাজা চপ মেশানো খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। মুখরোচক হলেও ঝাল খাবারের সঙ্গে মিষ্টি জিলাপি খেলে অ্যাসিডিটিসহ নানা ধরনের সমস্যা হতে পারে।’

সবই তো জানলেন, এবার কমেন্ট করে জানান আপনি কোন পক্ষে।

আরও পড়ুন