শাহি টুকরায় মচমচে ভাব আনবেন যেভাবে

টোস্টের গুঁড়া দিলে যেকোনো খাবারেই চলে আসে মচমচে ভাব। ঈদের দিন শাহী টুকরাতেও ব্যবহার করতে পারেন এই উপকরণ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

বেকড শাহি টুকরা

উপকরণ

টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ, পাউরুটি ৬ টুকরা, ঘন তরল দুধ ২ কাপ, চিনি ১ কাপ, পানি পৌনে ১ কাপ, দারুচিনি ১ টুকরা, গোলাপজল আধা চা-চামচ, তেল ভাজার জন্য, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ, বাদাম।

বেকড শাহি টুকরা
ছবি: সুমন ইউসুফ

প্রণালি

প্রতিটি পাউরুটি দুই টুকরা করে কেটে নিন। তেলের সঙ্গে ২ টেবিল চামচ ঘি গরম করে নিন। ডুবোতেলে পাউরুটির টুকরা বাদামি করে ভেজে রাখুন। চিনি, পানি, দারুচিনি, গোলাপজল চুলায় জ্বাল দিয়ে শিরা তৈরি করুন। ভাজা পাউরুটির টুকরা চিনির শিরায় দিয়ে পরিবেশন পাত্রে তুলে রাখুন। এর ওপর ঘন দুধ ঢেলে দিন। দুধের সঙ্গে চাইলে সামান্য চিনি অথবা কনডেন্সড মিল্ক দিতে পারেন। এবার পাউরুটির ওপর মাখনে মাখা বিস্কুটের গুঁড়া দিন। মাইক্রোওভেনে ২ মিনিট বেক করে নামিয়ে নিন। ঠান্ডা হলে এর ওপর কিশমিশ, বাদাম ছড়িয়ে দিন।