এই গরমে বাড়িতেই বানাতে পারেন কাঁচা আমের ললি

কাঁচা আম দিয়ে বাড়িতেই বানাতে পারেন কাঁচা আমের ললি। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

কাঁচা আমের ললি

ললি জমে গেলে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: গ্রেট বা কুচি করা কাঁচা আম আধা কাপ, লবণ সামান্য, চিনি সিকি কাপ, পানি ২ কাপ, পুদিনাপাতা স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, সবুজ খাবার রং ১ ফোঁটা।

প্রণালি: আম, লবণ, চিনি, পানি প‍্যানে নিয়ে চুলায় সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে বিট লবণ, পুদিনাপাতা ও সবুজ রং দিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মোটা ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ললির মোল্ডে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। ললি জমে গেলে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন