এই পিৎজা ভাঙবে আগের সব রেকর্ড!

ইতালির নাপোল শহরকে বলা হয় পিৎজার জন্মভূমি। আর গিনেস বুকে থাকা বিশ্বের সবচেয়ে দীর্ঘ পিৎজার রেকর্ড ভাঙতে এই শহরে দুই কিলোমিটার দীর্ঘ পিৎজা বানিয়েছেন খাবার প্রস্তুতকারীরা। গতকাল বুধবার শহরের সমুদ্রতীরে পিৎজাটি তৈরি করা হয়।

ছবি: এএফপি
ছবি: এএফপি

ইতালির নাপোল শহরের সমুদ্রতীরে বিশ্বের দীর্ঘতম পিৎজার রেকর্ড ভাঙতে তৈরি করা হয় এই পিৎজা।

ছবি: এএফপি
ছবি: এএফপি

পিৎজা তৈরিতে কাজ করছেন শেফরা। আজকের এ পিৎ​জার দৈর্ঘ্য এক মাইলের (১৬০৯.৩৪ মিটার) বেশি।

ছবি: এএফপি
ছবি: এএফপি

ওই পিৎজা বানাতে দুই হাজার কেজি ময়দা, দুই হাজার কেজি পনির, ১৬০০ কেজি টমেটো, ২০০ লিটার তেল, ৩০ কেজি পুদিনাপাতা ও ১৫০০ লিটার পানি ব্যবহার করা হয়।

ছবি: টুইটার থেকে নেওয়া
ছবি: টুইটার থেকে নেওয়া

নাপোল শহরের পিৎজা ভিলেজ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অ্যালেসান্দ্রো মারিনাসি এই পিৎজা বানানোর আয়োজন করেন। আর এটি বানাতে চাকার ওপর বিশেষভাবে বা​নানো মোটরচালিত কাঠের চুলার সাহায্য নেন শেফরা। 

ছবি: টুইটার থেকে নেওয়া
ছবি: টুইটার থেকে নেওয়া

১০০ জন শেফ ১১ ঘণ্টা সময় ব্যয় করে এই পিৎজা তৈরি করেন। 

ছবি: টুইটার থেকে নেওয়া
ছবি: টুইটার থেকে নেওয়া

শেফরা আশা করছেন, তাঁদের তৈরি এই পিৎজা বর্তমানে সবচেয়ে দীর্ঘ পিৎজার (১৫৯৫ মিটার) রেকর্ড ভাঙবে।

ছবি: টুইটার থেকে নেওয়া
ছবি: টুইটার থেকে নেওয়া

মুখরোচক পিৎজাটি তৈরিতে ব্যস্ত শেফরা।

ছবি: টুইটার থেকে নেওয়া
ছবি: টুইটার থেকে নেওয়া

চলছে পিৎজার প্রস্থের মাপজোখ।