পানিপুরিতে দিলখুশ রণবীবের

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

মন খারাপ হলে কেউ খান চকলেট। কেউ বা আবার পিৎজা। বলিউড তারকা রণবীর কাপুরের মন খারাপের সঙ্গী এরা কেউ নয়। মুড অফ হলেই তিনি বেরিয়ে পড়েন মুম্বাইয়ের রাস্তায়। আর পরম তৃপ্তিতে খান নিজের পছন্দের খাবার।

পথের ধারে লোভনীয় মুখরোচক খাবারের হাতছানি আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। ডায়েটকে শিকেয় তুলে কবজি ডুবিয়ে খাই নানান স্ট্রিট ফুড। বলিউড তারকা রণবীর কাপুরও এর ব্যতিক্রম নন। তিনিও সুযোগ পেলে মুম্বাইয়ের অলিগলির নানান খাবারের স্বাদ নেন।

বিটাউনের কাপুর পরিবারের কমবেশি সকলেই ভোজনরসিক। রণবীরও এ ব্যাপারে পিছিয়ে নেই। তিনিও তাঁর খাদ্যপ্রেমের কথা স্বীকার করেছেন। নানান স্বাদের খাবার চেখে দেখতে তিনি দারুণ ভালোবাসেন। তবে তাঁর কিছু পছন্দের খাবার আছে। একজন প্রকৃত মুম্বাইবাসীর মতো রণবীর বিশ্বাস করেন যে মুম্বাইয়ের মতো স্ট্রিট ফুড সারা বিশ্ব ঘুরেও পাওয়া যাবে না। এ ব্যাপারে এই বলিউড নায়ক বলেছেন, ‘সারা বিশ্ব ঘুরে আপনি হয়তো অনেক নামীদামি খাবার পাবেন। কিন্তু মুম্বাইয়ের পথের ধারের মতো লোভনীয় খাবার পাওয়া মুশকিল।’ নিজের পছন্দের পথখাবারের কথাও বলেছেন রণবীর।

তাঁর অত্যন্ত পছন্দের তালিকায় আছে পাওভাজি, ভাজিয়া পাও, চিজ সাদা দোসা আর দাবেলি। এ ছাড়া ‘আমার মন খারাপ হলে এক প্লেট পানিপুরি খেয়ে ফেলি’—এমন কথা বলেছেন কোনো রাখঢাক না করেই। আর তাতেই নাকি তাঁর মন ভালো হয়ে যায়।