শীত কাটাতে স্টাইলিশ পোশাক

গরম পোশাক নিয়ে জবুথবু থাকার দিন শেষ অনেক আগেই; বরং শীতে দেখা যায় পোশাকে রং-নকশার চমক। ছেলেদের জ্যাকেট কিংবা সোয়েটারের মাধ্যমে তুলে ধরা যায় অভিজাত এবং স্টাইলিশ লুক, সহজেই। স্তরে স্তরে, অর্থাৎ লেয়ারিং পোশাক এ ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে।

চেক নকশার স্ট্রেচ টুইল চিনো প্যান্ট, টুইল জ্যাকেট, প্যান্টের সঙ্গে মিলিয়ে ফ্যানেলের চেক নকশার মাফলার—আধুনিক এবং আরামদায়ক সহজাত শীতপোশাকের সাজ
নকশার এই আয়োজনে মডেল হয়েছেন অভিনেতা শরীফুল রাজ, সাজ: শোভন মেকওভার, পোশাক: ক্লাবহাউস, স্থান: মাওয়া ঘাট, মুন্সিগঞ্জ, ছবি: কবির হোসেন

‘কন্‌কনে শীত তাই

চাই তার দস্তানা;

বাজার ঘুরিয়ে দেখে,

জিনিসটা সস্তা না।

কম দামে কিনে মোজা

বাড়ি ফিরে গেল সোজা—

কিছুতে ঢোকে না হাতে,

তাই শেষে পস্তানা।

-রবীন্দ্রনাথ ঠাকুর

শীতের পোশাক নিয়ে এমন মজার অভিজ্ঞতা হতেই পারে। উত্তরের ঠান্ডা বাতাসের আমেজ নিয়েই এই লেখা লিখছিলাম। সকালের শুরুতে আর বিকেলের পর ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে নগরজীবন। কনকনে ঠান্ডা পড়ার আগে শীতের পোশাক গায়ে রাখার সময় এই দুই বেলাই।

গরম পোশাক নিয়ে জবুথবু থাকার দিন শেষ অনেক দিন আগেই। বরং বছরের এই সময়টায় দেখা যায় পোশাকের চমক। রং-নকশায় শীতের পোশাক বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে এগিয়ে। ছেলেদের জ্যাকেট কিংবা সোয়েটারের মাধ্যমে তুলে ধরা যায় অভিজাত এবং স্টাইলিশ লুক, সহজেই। স্তরে স্তরে, অর্থাৎ লেয়ারিং করার ধারা এ ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে। লেয়ারিং করার মাধ্যমে একদিকে যেমন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়, অন্যদিকে আবহাওয়া অনুযায়ী শীতের পোশাক কমানো বা বাড়ানোর কাজটিও করা যায়।

লেয়ারিংয়ের সাধারণ নিয়ম হচ্ছে হালকা থেকে ভারী স্তরের দিকে যেতে হবে। টি-শার্ট কিংবা পাতলা সোয়েটারের ওপরে ভারী জ্যাকেট কিংবা ব্লেজার, সঙ্গে থাকতে পারে মাফলার। তবে পোশাকের স্তর তৈরির আগে আবহাওয়া ও পরিবেশ বুঝে নিন। বেশি ঠান্ডা হলে পোশাকের নিচে থারমালও পরতে পারেন। শীত কেটে যাবে অনেকটাই। অনেক বেশি কাপড়ের ভারে জবুথবু হয়ে থাকতে হবে না।

  • ফ্লানেলের গাঢ় জলপাই রঙের ওভারকোট। একই রঙের চেক ক্যাজুয়াল শার্ট। পায়ে কালো রঙের চিনো প্যান্ট। শার্ট গুঁজে বা ছেড়েও পরতে পারেন, জায়গা বুঝে অবশ্যই। পায়ে থাকতে পারে বুট বা কেডস। পোশাক: ক্লাবহাউস

  • ১০০ শতাংশ পলিয়েস্টার কাপড়ের তৈরি হাতাকাটা পাফ ভেস্ট। সাদা-কালো নকশায় সাজানো। নিচে লাল রঙের ফুলহাতা রিপড সোয়েটার। জিনস আর কেডসের সঙ্গে পরা যাবে সারা দিন। পোশাক: একস্ট্যাসি

  • হালকা ওজনের কালো রঙের ডেনিম জ্যাকেট। পুরো পোশাকে কালো রঙের প্রাধান্য। পোশাক: রুলমেকার শার্টস

  • ডেনিমের জ্যাকেট সব সময়ই জনপ্রিয়। এ ধাঁচের জ্যাকেটে নানা ধরনের নতুন নকশার যোগ-বিয়োগ দেখা যায় নিয়মিত। রিপড ডেনিম জ্যাকেটের হাতে আলাদাভাবে রঙিন নকশার সংযোজন এনে দিয়েছে আলাদা মাত্রা। পোশাক: একস্ট্যাসি

  • হালকা ওজনের ফ্লানেল কাপড়ে তৈরি ব্লেজার। নিচে বিপরীত উজ্জ্বল রঙের উঁচু গলার পাতলা সোয়েটার। সান্ধ্য আয়োজনের জন্য আদর্শ লুক। পোশাক: একস্ট্যাসি