কখন বুঝবেন 'ক্রাশ' আপনাকে পাত্তা দিচ্ছে না?

জীবনে ক্রাশ খাননি, এমন মানুষের সংখ্যা নেহাত কম। একটু একটু ভালো লেগেছে, নানাভাবে বুঝিয়ে দিয়েছেন তাঁকে। ক্রাশের রহস্য উন্মোচনের সন্ধানে হয়তো থাকলেন। একসময় দেখলেন সব চেষ্টা গুড়ে বালি। বিফল হয়ে যাচ্ছে। কখন বুঝবেন ‘ক্রাশ’ আপনাকে পাত্তা দিচ্ছে না? এখানে কোনো আশা নেই? নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিতে পারেন।

১. আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে সেই বিশেষ মানুষটি কোনো আগ্রহ দেখাচ্ছে না। নিত্যদিনের খোঁজখবর নেওয়া তো দূরের কথা, সাধারণ কথাও বলে না আপনার সঙ্গে। তাঁর কোনো ব্যক্তিগত সুখ-দুঃখের কথাও বলে না আপনার সঙ্গে। তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো সম্ভাবনার আলো নেই।

২. সারাক্ষণ একধরনের ব্যস্ততা দেখাচ্ছেন তিনি। আপনি বুঝতে পারছেন, আপনাকে এড়িয়ে চলছেন কোনো না কোনো কারণ দেখিয়ে। ভালোবাসলে আপনার প্রতিও সমান আগ্রহ দেখাবে। পছন্দের মানুষটির জন্য একান্ত কিছু সময় তো থাকবেই।

৩. সামান্যতম পছন্দ করলেও আপনার সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করবে। কিন্তু যদি সে ব্যাপারে তাঁর কোনো আগ্রহ না থাকে, তাহলেও ভাববেন আপনাকে পাত্তা দিচ্ছে না।

৪. দেখা যাবে আপনার কোনো কথা ঠিকমতো শুনছেন না। অমনোযোগী সবকিছুতে। উল্টো তিনি যে নারীদের পছন্দের করেন, তাঁদের কথা বারবার বলছেন।

৫. আপনার সঙ্গে একা কোথাও যেতে চান না। দল বেঁধে যেতে চান। বুঝতে হবে আপনার একা সঙ্গ তাঁর ভালো লাগে না।

সূত্র: ম্যাশবেল