
তিন অক্ষর মিলে একটি শব্দ, যা বলার সঙ্গে সঙ্গেই আমরা একধরনের স্বস্তি পেয়ে যাই। বন্ধু। বয়স-সময়–স্থান সব ছাপিয়ে এই শব্দটি আমাদের প্রত্যেকের কাছেই খুব পরিচিত। বন্ধু শব্দটি যেন খুব কাছের।
জীবনের লম্বা পথ পাড়ি দেওয়ার সময়টাতে আমরা এমন কিছু মানুষকে পেয়ে যাই। এই মানুষেরা আমাদের চলার পথে উৎসাহ জোগায়, কখনো বিষণ্ন মনটাকে সতেজ করে তোলে, আবার কখনো তাকে আঁকড়ে ধরে সাহস পাওয়া যায়। পরিবারের পরেই আমরা যেন সবচেয়ে বেশি স্বস্তিবোধ করি বন্ধু নামক মানুষটার কাছে। বিশ্বে প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার পালন করা হয় এই বন্ধু দিবস। তার মানে এবারে ৭ আগস্ট পালিত হচ্ছে বন্ধু দিবস। বন্ধু দিবস উপলক্ষে প্রিয় বন্ধুর জন্য কী করবেন ভেবেছেন? এই দিবস উপলক্ষে আপনার কাছের বন্ধুকে দিতে পারেন তার পছন্দের উপহার। যে মানুষকে সবসময় পাশে পেয়ে যাই, সেই মানুষের জন্য ছোট্ট একটা উপহার না নিলেই যেন নয়।

বন্ধু দিবসের ভিন্ন উপহার
সাধারণত এই দিনে বন্ধুকে উপহার হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড, কার্ড, শো পিস, ফুল কিংবা চকলেট দেওয়ার রীতিটাই যেন বেশি। এগুলো ছাড়াও কিন্তু আপনি ভিন্ন কিছু উপহার দিতে পারেন বন্ধুটিকে। হয়তো আপনার বন্ধুটি বইয়ের জগতে বিচরণ করতে পছন্দ করেন কিংবা বন্ধুর আগ্রহ রয়েছে বিভিন্ন ডিজাইনের টি-শার্টের প্রতি। সে হিসেবেও বেছে নিতে পারেন বন্ধুর উপহার। নিউ মার্কেটের হলমার্কে কথা হয় ক্রেতা নওশীন জাহানের সঙ্গে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। কী ধরনের উপহার কিনছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আজকাল বাজারে বিভিন্ন ধরনের উপহার সহজেই কিনতে পাওয়া যায়। কিন্তু সবার আগে জেনে নেওয়া প্রয়োজন, আমার প্রিয় বন্ধু কী পছন্দ করেন। যাঁর জন্য এই উপহার তাঁর পছন্দ ও আগ্রহের জায়গা থেকেই আমি উপহার বেছে নিই।’
বই
বন্ধুর জন্য সবচেয়ে ভালো উপহার হলো বই। আর বন্ধু যদি হয় বইপোকা, তাহলে তো কোনো কথাই নেই। কোনো রকম দ্বিধা ছাড়াই চলে যেতে পারেন বইয়ের দোকানে। তবে এ ক্ষেত্রে জেনে নিন কী ধরনের বই বন্ধুর পছন্দ। কেউ হয়তো কবিতার বই পছন্দ করেন কিংবা কারও হয়তো ভ্রমণকাহিনি। আবার কারও পছন্দের লেখক থাকেন। সেই হিসেবে বইয়ের রাজ্য থেকে বন্ধুর পছন্দের বইটি বেছে নিন। নীলক্ষেত, বাংলা বাজার কিংবা আজিজ সুপার মার্কেটেই পেয়ে যাবেন বিভিন্ন বইয়ের দোকান। সেখান থেকে বইখানা কিনে সুন্দর একটি মোড়কে জড়িয়ে বন্ধুকে উপহার দিন।

টি-শার্ট অথবা ফতুয়া
বন্ধু দিবস সামনে রেখে বিভিন্ন ফ্যাশন হাউস নিয়ে এসেছে ভিন্ন আঙ্গিকের টি-শার্ট ও ফতুয়া। মূলত কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ বয়সের জন্যই এই পোশাক। ছেলে-মেয়ে উভয়ের জন্য বিভিন্ন প্রিন্টের এ রকম পোশাক পাবেন কে ক্র্যাফট, অঞ্জন’স, সাদাকালোসহ ফ্যাশন হাউসগুলোয়। এ ছাড়া ছেলেদের টি-শার্ট পাবেন আজিজ সুপার মার্কেট ও নিউ মার্কেটে।
আরও কিছু টুকটাক
এ তালিকায় সবার আগে প্রথমেই চলে আসবে মগের কথা। অনেক বন্ধুই থাকেন যাঁদের বাড়িতে বিভিন্ন আকৃতি, রং ও ছাপার নিত্যনতুন মগ শোভা পায়। তাঁদের জন্য বেছে নিন এই উপহারটি। হলমার্ক, আর্চিজসহ গিফট শপগুলোয় পাবেন এমন ধরনের মগ। এ ছাড়া বসুন্ধরা, নিউ মার্কেটেও একটু ঘুরলেই পেয়ে যাবেন সিরামিক, মাটির তৈরি বিভিন্ন ধরনের মগ। এ ধরনের মগের দাম পড়বে ২৫০ থেকে ১০০০ টাকা। এ ছাড়া ফটোফ্রেম, চাবির রিং, ভিন্ন ডিজাইনের পেনড্রাইভ, মানিব্যাগ, মেকআপের মতো নিত্যপ্রয়োজনীয় কিছুও উপহার দিতে পারেন।
বন্ধুকে নিয়ে বেড়িয়ে আসুন
এ ছাড়া দিনটি প্রিয় বন্ধুর সঙ্গে স্মরণীয় করে রাখার জন্য একটু ভিন্নভাবেই উদ্যাপন করলেন না হয়। বন্ধুটিকে নিয়ে ঘুরে আসুন নিজেদের কোনো পছন্দের জায়গা থেকে। আর যে বন্ধুর জন্য এত পরিকল্পনা, তাকে উপহার দিন নিজের কিছুটা সময়। এই উপহারটিই বন্ধুর কাছে হয়তো হয়ে যাবে সবচেয়ে মূল্যবান।