
আলোকচিত্রী সরকার প্রতীক। ‘ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৫’ পুরস্কার পেয়েছেন। বিশ্ববিখ্যাত ফটো এজেন্সি সেভেন-এর সদস্যও নির্বাচিত হয়েছেন ২০১৫ সালে। দ্য নিউইয়র্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফিক, সানডে টাইমস, দ্য ব্রিটিশ জার্নাল অব ফটোগ্রাফিতে তাঁর ছবি প্রকাশিত হয়েছে। তাঁর মা বীণা সরকার, ঢাকার এ জি চার্চ স্কুলের শিক্ষক। আজ থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় বই...
প্রতীক: দ্য বুক অব ডিসকুইট।
মা: শরৎচন্দ্র রচনাসমগ্র।
২. কোন ধরনের খাবার প্রিয়?
প্রতীক: মোমো, পাস্তা।
মা: মোমো।
৩. বারবার দেখেছেন এমন সিনেমা
প্রতীক: গডফাদার।
মা: অরণ্যের দিনরাত্রি, আবার তোরা মানুষ হ, ওরা এগারোজন।
৪. কার গান ভালো লাগে?
প্রতীক: টম ইয়র্ক।
মা: রুনা লায়লা, কনা, শ্রীকান্ত, শুভমিতা, অঞ্জন দত্ত, লোপা মুদ্রাসহ আরও অনেকে আছেন।
৫. কখন বিরক্ত লাগে?
প্রতীক: রাস্তায় যখন যানজট এবং গাড়ির হর্ন বাজতে থাকে।
মা: ছেলে যখন কথা না শোনে।
৬. কার অভিনয় ভালো লাগে?
প্রতীক: আলপাচিনো।
মা: উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, তিশা, জাহিদ হাসান, মাহফুজ রহমান।
৭. প্রিয় বাদ্যযন্ত্র...
প্রতীক: পিয়ানো।
মা: পিয়ানো ও হারমোনিয়াম।
৮. পাহাড় না সমুদ্র কোনটি বেশি প্রিয়?
প্রতীক: সমুদ্র।
মা: সমুদ্র।