
মিথিলা। র্যাম্প মডেল ও অভিনয়শিল্পী। মা হুজ্জতুন্নেছা, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক প্রিয়?
মিথিলা: জিনস, টি-শার্ট ও শার্ট। তবে বিশেষ দিনে সাদা রঙের গাউন পরতে ভালোবাসি।
মা: জামদানি শাড়ি। তাঁতের শাড়ি ও রাজশাহীর সিল্কের শাড়িও ভালো লাগে।
২. প্রিয় খাবার...
মিথিলা: মায়ের হাতের রান্না করা ইলিশ ও চিংড়ি মাছ।
মা: ভাত, মাছ ও শাকসবজি।
৩. কার গান ভালো লাগে?
মিথিলা: তাহসান, অদিত, এ আর রাহমান এবং যুক্তরাষ্ট্রের রিয়ানা।
মা: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও
শ্রেয়া ঘোষাল।
৪. যে সিনেমা বাববার দেখতে ইচ্ছা করে...
মিথিলা: ফ্যাশন, জিন্দেগি না মিলেগি দোবারা, পারফিউম ও গন গার্ল।
মা: হারানো সুর, নীল আকাশের নিচে ও পিচ ঢালা পথ।
৫. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
মিথিলা: থাইল্যান্ড, মালদ্বীপ ও গ্রিস। দেশের মধ্যে সেন্টমার্টিন ও বান্দরবান।
মা: কক্সবাজার ও নেপাল।
৬. প্রিয় লেখক...
মিথিলা: হুমায়ূন আহমেদ ও সমরেশ মজুমদার আমার প্রিয় লেখক।
মা: কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর।
৭. প্রিয় রং
মিথিলা: সাদা ও গোলাপি।
মা: সবুজ ও নীল।