
শাওন খান। মডেল। তাঁর মা শামসুন্নাহার খান, গৃহিণী। আজ থাকছে শাওন ও তাঁর মায়ের পছন্দের কিছু বিষয়।
১. কোন ধরনের পোশাক পরতে ভালোবাসেন?
শাওন: ক্যাজুয়াল শার্ট।
মা: শাড়ি।
২. কী খেতে ভালোবাসেন?
শাওন: যেকোনো সবজি ও মায়ের হাতের সরষে ইলিশ সবচেয়ে পছন্দ।
মা: মাছ ও ভাত।
৩. কাদের গান বেশি শোনেন?
শাওন: অর্ণব ও বাপ্পা মজুমদার।
মা: পাপিয়া সারোয়ার ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
৪. চা নাকি কফি?
শাওন: চা।
মা: চিনিছাড়া রং চা খাই এখন। তবে খুব পছন্দের দিল্লির কনট প্লেসের কফি।
৫. কোথায় বেড়াতে যেতে ভালোবাসেন?
শাওন: পছন্দের জায়গা অনেক। যেমন মালদ্বীপ, বালি, ব্যাংকক ইত্যাদি।
মা: ভারত। এই দেশের পুরোটা ঘুরতে পারলে সারা বিশ্ব ঘোরার স্বাদ পাওয়া যায়।
৬. পছন্দের রং...
শাওন: গাঢ় নীল, সাদা ও কালো।
মা: আকাশি নীল।
৭. পছন্দের নায়ক...
শাওন: দেশে সালমান শাহ, ফেরদৌস, শুভ আর বিদেশে টম ক্রুজ, ব্র্যাড পিট, সালমান খানসহ অনেকে।
মা: উত্তমকুমার ছাড়া আর কে!
৮. রেগে গেলে কী করেন?
শাওন: চুপচাপ থাকি, গান শুনি। তবে বেশি রাগ হলে কাগজে লিখে তারপর সেটা পুড়িয়ে দিই।
মা: যার ওপর রাগ হয়, তাকে বকাঝকা করি।
সাক্ষাৎকার: হাসান ইমাম