সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে?

.
.

মানবিক সম্পর্কটাই একধরনের রসায়ন। ক্রিয়া-বিক্রিয়ায় কখনো কখনো তৈরি হয় তিক্ততা। অভিমানের বাষ্প ঘনীভূত হতে হতে এমন হয় যে মনে হতে থাকে, এই সম্পর্ক শেষ করে দেওয়া ভালো। কিন্তু এই বাষ্প তো এক দিনে জমে না। তাই কখন বুঝবেন সম্পর্কটি ভেঙে যাওয়ার দিকে যাচ্ছে? কীভাবে সতর্ক হবেন?

যদি মনে হয় এটা রুটিন কাজ
আপনার ও আপনার সঙ্গীর কাছে যদি প্রতিদিনের সবকিছুতেই একঘেয়ে ভাব চলে আসে; মনে হতে থাকে, কোনো কিছু আপনাদের আর আগের মতো রোমাঞ্চকর অনুভূতি দিতে পারছে না। বাইরে খাওয়া, ঘোরা, সিনেমা দেখা বা ছোট বিষয়গুলো নিয়ে প্রায়ই একই রকম ঝগড়া লেগে যাচ্ছে। এমনকি আপনাদের যৌনজীবনও একটা রুটিনে আটকে গেছে। তখনই ধরে নিতে হবে, সম্পর্কটা আসলেই একটা জায়গায় আটকে গেছে।

একাকিত্ব
সম্পর্ক থাকার পরও যদি মনে হয় আমি একা, তাহলেও চিন্তার বিষয়। তার ওপর আপনার একাকিত্ব ঘোচানোর জন্য সঙ্গীর দিক থেকে কোনো উদ্যোগ না থাকলে আরও খারাপ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। শুধু তা-ই নয়, সঙ্গী যে নিস্পৃহ, সে ব্যাপারে তার কোনো মাথাব্যথাও যদি না থাকে, তাহলে সতর্ক হোন এখনই। বুঝে নিন, এই সম্পর্ক ভাঙনের দিকে এগোচ্ছে।

ঝগড়া বেড়ে যাচ্ছে
যা নিয়ে ঝগড়া লাগার কথা নয়, তেমন বিষয় নিয়েও ঝগড়া লেগে যাচ্ছে। কেউ কারও কথা বোঝার চেষ্টা করছেন না। তর্কের মাত্রা সহনীয় পর্যায়ে থাকছে না। এমনটা হতে থাকলে সতর্ক হোন।

নীরবতা
অনেক বিষয়ে আপনাদের একই রকম আগ্রহ। কিন্তু কথা বলতে গেলেই ঝগড়া, কথা-কাটাকাটি হচ্ছে, তখন ভাবলেন চুপ করে থাকাই ভালো। কথা কম বললে ঝগড়া হবে না। এই নীরবতা সম্পর্ককে বাস্তবে আরও জটিল করে ফেলে।

কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই
দেখা যাচ্ছে, আপনারা দুজনে মিলে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন না। সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই আপনাদের আলোচনায়। এভাবে কিন্তু সম্পর্ক টিকে থাকে না। অতএব এখনই সময়, সম্পর্ক নিয়ে ভালোভাবে ভাবুন।

সূত্র: দ্য সাইকোলজিস্ট