সাব্বিরের প্রিয় মানুষ বাবা, বাবার প্রিয় মানুষ সাব্বিরের মা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান। তাঁর বাবা মোস্তাফিজুর রহমান। পেশায় ব্যবসায়ী। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা। 

বাবা মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাব্বির রহমান। ছবি: অধুনা
বাবা মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাব্বির রহমান। ছবি: অধুনা

১. সবচেয়ে ভালো লাগার মুহূর্ত...
সাব্বির: বাড়ির ফেরার মুহূর্তটা। বিশেষ করে যখন বাসে বা গাড়িতে উঠি।
বাবা: সাব্বির যখন ব্যাটিংয়ে নামে।

২. কোথায় বেড়াতে পছন্দ করেন?
সাব্বির: রাজশাহীর পদ্মাপাড়।
বাবা: মক্কা ও মদিনা।

৩. প্রিয় বন্ধু...
সাব্বির: শৈশবের বন্ধু খালেদ হোসেন। সব সময় একসঙ্গেই থাকি।
বাবা: আমার ছেলে সাব্বির।

৪. একে অন্যের ওপর বিরক্ত হন?
সাব্বির: কখনোই বিরক্ত হই না। বরং তাঁর কিছু কাণ্ড দেখে হাসি লাগে। যেমন: আমি যখন খেলি, তিনি একই জায়গায় এক পায়ে দাঁড়িয়ে থাকেন! একদম নড়েন না। তাঁর ধারণা, নড়লে আমি আউট হয়ে যাব। আশপাশে কাউকে নড়তেও দেবে না।

বাবা: সাব্বির খারাপ খেললে।

৫. কোন ধরনের খাবার ভালো লাগে?

সাব্বির: খিচুড়ি, গরুর মাংস, আচার ও আলু ভর্তা।

বাবা: শাকসবজি।

৬. প্রিয় সিনেমা

 সাব্বির: টাইটানিক

বাবা: ষাটের দশকে দেখেছিলাম আন নামের একটি সিনেমা। সেটিই কেন জানি খুব ভালো লেগেছিল।

৭. প্রিয় অভিনয়শিল্পী কারা?

সাব্বির: অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ।

বাবা: এখন তো আর সিনেমা-নাটক দেখা হয় না। ষাটের দশকের অভিনেতা-অভিনেত্রীর কথা বলতে হবে—সাবিহা খানম, দিলীপ কুমার, প্রেম নাথ।

৮. প্রিয় গায়ক-গায়িকা...

সাব্বির: ভারতের সুনিধি চৌহান ও কেকে।

বাবা: সুবল দাস।

৯. প্রিয় মানুষ...

সাব্বির: আমার বাবা।

বাবা: সাব্বিরের মা হাজেরা খাতুন।

১০. বাবা-ছেলে পরস্পরের যে দিকটি ভালো লাগে

সাব্বির: খুবই সাদাসিধে মানুষ।

বাবা: মাকে সাব্বির খুব ভালোবাসে, অকল্পনীয়। ও যখন মায়ের হাতে খাবার খায়, সেই দৃশ্যটা দেখতে কী যে ভালো লাগে।

১১. প্রিয় খেলোয়াড়...

সাব্বির: শহীদ আফ্রিদি।

বাবা: ইমরান খান, হানিফ মোহাম্মদ।

১২. সবচেয়ে খারাপ লাগে যে সময়...

সাব্বির: যখন পরিবার থেকে দূরে থাকি। মাঝেমধ্যে খুবই মন খারাপ লাগে। বাড়িতে ফেরার জন্য অস্থির হয়ে উঠি তখন।

বাবা: ছেলে যখন দলে সুযোগ পায় না। খুবই চিন্তায় থাকি ওই সময়।

১৩. ক্ষমতা থাকলে যে কাজটি করেই ছাড়তেন...

সাব্বির: একটা হেলিকপ্টার কিনতাম। ঢাকা থেকে রাজশাহী মিনিটে আসতাম, মিনিটে যেতাম!

বাবা: একবার হজে গিয়েছি, সুযোগ পেলে আরেকবারে যেতাম।

১৪. বাংলাদেশের যে জয় সবচেয়ে বেশি মনে পড়ে...

সাব্বির: ’৯৭-এর আইসিসি ট্রফি জয়, বাংলাদেশের ক্রিকেটের বিরাট অর্জন। গত বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের যে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে গেলাম।

বাবা: ২০১০-এ যেবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সাব্বির অবশ্য তখন জাতীয় দলে খেলত না।

সাক্ষাৎকার: রানা আব্বাস