১৯ অক্টোবর ভারতের দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন পরিণীতি চোপড়াছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতিতে সন্তান জন্মের ঘোষণা দেন পরিণীতি ও তাঁর স্বামী রাঘব চাড্ডাছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
ঘোষণায় পরিণীতি–রাঘব লিখেছেন, ‘অবশেষে তিনি এলেন আর আমরা পূর্ণ হলাম।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
গতকাল ২২ অক্টোবর ছিল পরিণীতি চোপড়ার ৩৭তম জন্মদিন। স্ত্রীর গর্ভাবস্থার ছবি প্রকাশ করার জন্য এ দিনটিই বেছে নিলেন রাঘবছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
ছবিগুলো প্রকাশ করে রাঘব লিখেছেন, ‘শহরের নবীনতম মায়ের আজ জন্মদিন। সে এই পৃথিবীর সেরা মা। প্রেমিকা থেকে স্ত্রী, তারপর আমার পুত্রের মা, এক অবিশ্বাস্য সুন্দর জীবনের গল্প লিখছি আমরা দুজন।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
পরিণীতি চোপড়া এই পোস্টের মন্তব্যে লিখেছেন, ‘তোমার জন্যই মা হতে পেরেছি। এ কারণে তোমাকে ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
এর আগে কেকের ওপর ‘১ + ১ = ৩’ আর ছোট্ট দুটি পা এঁকে জানিয়েছিলেন পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবরছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের লীলা প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটিছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
ভারতের আম আদমি পার্টির নেতা, পাঞ্জাব থেকে আসা ভারতীয় রাজ্যসভার সর্বকনিষ্ঠ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে প্রেমের বিষয়ে খুব একটা বিস্তারিত জানাননি দুজনের কেউইছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
দুজনই যুক্তরাজ্যের লন্ডনের স্কুল অব ইকোনমিকস থেকে পড়াশোনা করেছেন। তখন একে অপরকে চিনতেনছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
তবে সেই চেনাজানার পর দুজনই নিজেদের ক্যারিয়ারে মন দিয়েছিলেন। আর প্রায় এক যুগ পর নতুন করে তাঁদের আবারও দেখা হয় যুক্তরাজ্যের লন্ডনে, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখান থেকেই প্রেমের শুরুছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
রাঘবের টি-শার্টে লেখা ‘আই লাভ প্যারিস’। তবে পরিণীতি চান রাঘব কেবল তাঁকেই ভালোবাসুক!ছবি: ইনস্টাগ্রাম থেকে