সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডে আছে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন ও মডেল-অভিনেতা আমির জিলানির বিয়ে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৮
ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই জুটির বিয়ের ছবি, ভিডিও।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৮
আমির বিয়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আজ আমি সত্যিই আমির (ধনী) হয়ে গেলাম।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৮
আরও লিখেছেন, ‘নিশ্চয়ই জীবনে ভালো কাজ করেছি। তার পুরস্কার হিসেবে সৃষ্টিকর্তা তোমায় উপহার দিয়েছেন।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৮
আমির বয়সে মাওরার চেয়ে ৪ বছরের ছোট।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৮
মাওরা হোসেনের বোন উড়য়া হোসেন বোনের বিয়েতে ‘কাল হো না হো’ সিনেমার ‘মাহি ভে’ গানে নেচেছেন। ২৪ ঘণ্টায় সেই ভিডিও দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বার।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৮
সেই ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন, ‘বুঝতে পারছি না, কেন আমার চোখে পানি!’ আবার আরেকজন লিখেছেন, ‘কেবল বোনেরাই এই আবেগ বুঝবেন।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৮
জুতা চুরি হয়েছে আমিরের!ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৮
৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরের একটি অভিজাত, প্রাচীন দুর্গে গোপনীয়তার সঙ্গে কেবল পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মাওরা ও আমির।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৮
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে আমির জিলানির বাড়িতে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৮
ঝলমলে ডাস্ট ব্লু–রঙা লেহেঙ্গা ও হীরার গয়নায় অপরূপ দেখাচ্ছিল মাওরা হসেনকে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৮
এর আগে একাধিকবার এই জুটি বড় পর্দায় অভিনয় করেছেন জুটি বেঁধে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৮
সানিয়া মীর্জা, আতিফ আসলাম, মাহিরাখানসহ অনেক তারকা এই জুটির ছবির নিচে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৮
এদিকে ২০১৬ সালে বলিউডের সিনেমা ‘সানাম তেরি কাসাম’–এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা কুড়ান মাওরা।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৮
ভালোবাসা দিবস সামনে রেখে মাওরা হোসেন অভিনীত সিনেমাটি নতুন করে মুক্তি দেওয়া হয়েছে ফেব্রুয়ারির ৭ তারিখে। প্রথমবার সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও এবার রীতিমতো রেকর্ড করতে চলেছে। ৯ বছরের পুরোনো এই সিনেমার সংগীত, কাহিনি, অভিনয়—সবকিছুই এখন আলোচিত।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৮
এদিকে নির্মাতারা ‘সানাম তেরি কাসাম টু’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে সেখানে মাওরা হোসেনকে দেখা যাবে কি না, তা জানা যায়নি।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৮
মাওরা এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রার্থনার উত্তর।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ১৮
মাওরা এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রার্থনার উত্তর।’ছবি: ইনস্টাগ্রাম থেকে