একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে যতটা না এক্সাইটেড, তার চেয়ে বেশি নার্ভাস: স্বাগতা

অভিনয়শিল্পী ও সংগীত তারকা জিনাত শানু স্বাগতাকে নতুন প্রেম দিয়েছে নতুন জীবন। আর সেই নতুন জীবনকে নতুন নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিণতি দিতে বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। আসছে শীতে স্বাগতার বিয়ে। মন দেওয়া–নেওয়ার কাজটি আগেই সেরেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে সারবেন বিয়ের আনুষ্ঠানিকতা।
১ / ৭
স্বাগতার বিয়ের পাত্র, প্রেমিক ড. হাসান আজাদ। একাধারে তিনি মিউজিশিয়ান, ব্যবসায়ী ও প্রযোজক
ছবি: স্বাগতার সৌজন্যে
২ / ৭
হাসানের সঙ্গে এক বছরের প্রেম স্বাগতার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
নিজেদের সম্পর্ক নিয়ে স্বাগতা বলেন, ‘খুব যে প্রেম, ভালোবাসা, ব্যাপারটা তা নয়। আমি মনে মনে ঠিকঠাক একটা জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যাঁর সঙ্গে বাকি জীবনটা পার করে ফেলা যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম, দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। মিউজিক আমাদের বেঁধে ফেলল।’
ছবি: স্বাগতার সৌজন্যে
৪ / ৭
হাসান আজাদের পরিচয় দিতে গিয়ে স্বাগতা জানান, তিনি ব্রিটিশ বাংলাদেশি। ২০১৯ সালে পিএইচডি করেছেন। এখন বাংলাদেশে ‘প্রপার্টি বিজনেস’ করছেন। বিয়ের পর তাঁরা দেশেই স্থায়ী হবেন। কেননা, স্বাগতা দেশে থেকে ক্যারিয়ারে মনোযোগী হতে চান। প্রযোজক হিসেবেও বাংলাদেশের বিনোদন অঙ্গনে পরিচিত হাসান। অর্থাৎ বিনোদন খাতেও তাঁর বিনিয়োগ আছে।
ছবি: স্বাগতার সৌজন্যে
৫ / ৭
ছয় বছরের দাম্পত্য সম্পর্কের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর দেশের নামকরা চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বাগতার বিচ্ছেদ হয়ে যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
বিচ্ছেদের সেই নিঃসঙ্গ কষ্টদায়ক বন্ধুর যাত্রায় বন্ধুর মতোই পাশে ছিলেন হাসান। স্বাগতার হৃদয়ের গভীর ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করেছেন তিনি। তাই বাকি জীবনটা কাটানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি ভাবতে হয়নি গুণী এই অভিনেত্রীকে। কে না চায়, সেরা বন্ধুর সঙ্গে জীবনের ভার, আনন্দ, দুঃখ ভাগাভাগি করতে?
ছবি: স্বাগতার সৌজন্যে
৭ / ৭
জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়ে স্বাগতা বলেন, ‘আমি আসলে বিয়ে নিয়ে যতটা না এক্সাইটেড, তার চেয়ে বেশি নার্ভাস। একবার ভুল হয়েছে তো...সবাই আমার জন্য দোয়া করবেন। এবার যেন সব ঠিকঠাক হয়। আমি যেন এই মানুষটার সঙ্গে বেশি একটা চাপ না নিয়ে, মোটামুটি নির্ভার থেকে বাকি জীবনটা কাটিয়ে ফেলতে পারি। আশীর্বাদ ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।’
ছবি: স্বাগতার সৌজন্যে