আলিয়া না রণবীর, কে বেশি ধনী?

রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। ব্যক্তিজীবন আর পেশাজীবন—দুই জায়গাতেই একের পর এক চার–ছক্কা হাঁকিয়ে জীবনের ক্রিজে এগিয়ে চলেছেন তাঁরা। ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাট আর রণবীর কাপুর যখন বিয়ে করেন, তখন তাঁদের দুজনের মোট সম্পদ ছিল ৪৮৫ কোটি রুপি। মাত্র দেড় বছরের ব্যবধানে ওই সম্পদের পরিমাণ যেখানে গিয়ে পৌঁছেছে, তা যে কারও চোখ কপালে ওঠার জন্য যথেষ্ট।
১ / ১৩
বিয়ের পর রণবীর কাপুরের ‘ক্রেজ’ যে এতটুকুও কমেনি, তার প্রমাণ বক্স অফিস। ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ৪৩১ কোটি রুপির ব্যবসা করেছে। অন্যদিকে ‘অ্যানিমেল’ একের পর এক সমস্ত রেকর্ড ভেঙে এগোচ্ছে হাজার কোটির দিকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
রণবীর ‘ব্রহ্মাস্ত্র’ থেকে কয়েক ধাপে সর্বমোট ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেছেন ৩০ থেকে ৩৫ কোটি টাকায়। তবে এই সিনেমার লভ্যাংশ থেকে ভাগ নেবেন রণবীর। সেটা কত, তা জানা যায়নি। আর এদিকে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির জন্য গুনেছেন ৭০ কোটি রুপি পারিশ্রমিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
আলিয়া ভাট দেখা দিয়েছেন তাঁর প্রথম হলিউডি সিনেমা ‘হার্ট অব স্টোন’–এ। ‘গাঙ্গুবাঈ’ সিনেমার জন্য হাতে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘ব্রহ্মাস্ত্র, ‘গাঙ্গুবাঈ’, ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ আর ‘হার্ট অব স্টোন’—চারটি সিনেমা থেকে অন্তত দেড় শ কোটি টাকা আয় করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
এর মধ্যে আলিয়া ভাট ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস’ নামে খুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। সেখান থেকে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘ডার্লিংস’ও কুড়িয়েছে ব্যাপক প্রশংসা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
শিশুদের জন্য আলিয়ার পোশাকের ব্র্যান্ড আগেই ছিল, ‘এড-আ-মাম্মা’। ২ কোটি টাকা মূল্যের সেই ব্র্যান্ডের ৫১ ভাগের অংশীদার এখন ভারতের সবচেয়ে বড় রিটেইলার রিলায়েন্স রিটেইল ভেঞ্চার। আর ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্র্যান্ডটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৫০ কোটি রুপি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
এ ছাড়া অন্তঃসত্ত্বা মায়েদের স্টাইলিশ পোশাকের জন্যও আলিয়া উদ্যোগী হয়ে চালু করেছেন নিজের ব্র্যান্ড। ‘এড-আ-মাম্মা’ শিশুদের পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীদের জন্যও আনছে নতুন নতুন সংগ্রহ। ভারতের তরুণ, মেধাবী, ভিন্নভাবে ভাবা নারী উদ্যোক্তাদের নিয়েছেন নিজের ব্র্যান্ডের যাত্রায় সঙ্গী হিসেবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
২০২২ সালের এপ্রিলে আলিয়ার মোট সম্পদের পরিমাণ ছিল ৩০০ কোটি রুপি। আর ২০২৩ সালের সেপ্টেম্বরে তা প্রায় দ্বিগুণ হয়েছে। দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেস–এর মতে, ২০২৩–এর সেপ্টেম্বরে আলিয়ার মোট সম্পদের পরিমাণ কমপক্ষে ৫২০ কোটি রুপি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
অন্যদিকে রণবীর কাপুর ৩৬৫ কোটি রুপির মালিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
অর্থাৎ, আলিয়া ও রণবীর দুজনে মিলে এখন ৮৮৫ কোটি রুপির মালিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
স্পষ্টতই আলিয়া রণবীরের চেয়ে বেশি ধনী। আলিয়ার মোট সম্পদ রণবীরের চেয়ে প্রায় দেড় গুণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
আলিয়ার ছোট্টবেলার ক্রাশ রণবীর কাপুর। আলিয়া নাকি ছোট্টবেলা থেকেই রণবীরকেই বিয়ে করতে চেয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
আলিয়ার ভক্তমাত্রই জানেন, তিনি একজন ‘প্রাউড ওয়াইফ’, ১১ বছরের বড় রণবীর তাঁর ‘ট্রফি হাজবেন্ড’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
আলিয়া মনে করেন, ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রণবীরকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় বিজয়!
ছবি: ইনস্টাগ্রাম থেকে