বিচ্ছেদ তো এভাবেও হতে পারে

বিবাহবিচ্ছেদমাত্রই তিক্ত। আশপাশের পরিচিত অনেকের মধ্যেই দেখা যায় বিবাহবিচ্ছেদের সময় মানসিক অশান্তি, একে অন্যের দিকে বীভৎস সব অভিযোগের আঙুল, আর্থিক মতানৈক্য, সন্তানের তত্ত্বাবধান নিয়ে বিরোধ—নানা সমস্যা। অনেক ক্ষেত্রে এমনকি দীর্ঘ আইনি লড়াই পর্যন্ত গড়ায় সেই তিক্ততা।

আইনগতভাবে বিচ্ছেদ মানেই শত্রু নয়, বরং একজনের প্রয়োজনে আরেকজন পাশে থাকতে পারেন বন্ধু হয়ে (প্রতীকী ছবি) মডেল: বাপ্পা ও সোহানী
ছবি: অধুনা

তবে সম্প্রতি এমন এক বিচ্ছেদের খবর পাওয়া গেছে, যেটাকে আপনি বলতে পারেন ‘আদর্শ বিবাহবিচ্ছেদ’। সাবেক এই দম্পতির এক নারীবন্ধু শ্রুতি চতুর্বেদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘বিয়ের ২৬ বছর পর আমার দুই বন্ধুর বিবাহবিচ্ছেদ হয়েছে। আর এটি আমার দেখা “সুন্দরতম বিবাহবিচ্ছেদ”।

দীর্ঘ ওই পোস্টে শ্রুতি জানিয়েছেন, বিয়ের পর ঘরের যত্ন নেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন স্ত্রী। দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার সময় এখন তাই স্ত্রীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছেন স্বামী। স্ত্রীর পছন্দমতো একটি বাড়ি বানিয়ে দিয়েছেন। স্ত্রীর মাসিক খরচ চালানোর জন্য করে দিয়েছেন বেশ কয়েকটি স্থায়ী সঞ্চয়পত্র, বন্ড। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য স্বর্ণ, জমি, দামি স্বাস্থ্যবিমাও করে দিয়েছেন। এবং এই ব্যাপারগুলোতে বিন্দুমাত্র অসুন্দর কিছু নেই। বিচ্ছেদের পর স্ত্রীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবকিছু করছেন।’

একই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘নিজেদের মধ্যে গালমন্দ তো দূরে থাক, দুজনের কেউই অন্যজনের সম্পর্কে একটি নেতিবাচক কথাও বলেননি। এমনকি অন্যদের কাছ থেকেও সাবেক সম্পর্কে একটা কটু কথা শুনতেও রাজি নন দুজনের কেউ।’
‘এত লম্বা সময় সংসারজীবনের পর এমন বিচ্ছেদ কেন?’ মন্তব্যকারীদের এমন এক প্রশ্নের জবাবে শ্রুতি বলেন, ‘আত্মিক দূরত্ব তৈরি হওয়ায় তাঁরা দুজনেই নিজেদের জীবনকে নিজেদের মতো এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কীভাবে সৌন্দর্য ও সম্মানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করা যায়, সঙ্গীর ভালোমন্দ বিবেচনায় রেখে বিচ্ছেদের পরও আজীবন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায়—এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।’

অপর এক এক্সের বাসিন্দা মন্তব্য করেছেন, ‘খুবই ভালো ব্যাপার। যুগল যখন একসঙ্গে থাকেন না, তখন তাঁদের আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমন এক যুগে বাস করছি, যখন আমাদের একসঙ্গে প্রচুর ছবি, ভিডিও থাকে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ব্রেকআপ, বিচ্ছেদ বা বিবাহবিচ্ছেদের পর সেগুলোর অপব্যবহার করা হয়।’

শ্রুতি চতুর্বেদী পরে আরও একটি পরামর্শমূলক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিবাহবিচ্ছেদ করতে হলে এমনভাবে করুন, যাতে বিচ্ছেদের সৌন্দর্য দেখেও আশ্চর্য হয়ে যায় মানুষ। বিচ্ছেদ নিয়েও নিজেদের ভেতর ইতিবাচক আলোচনা জারি রাখে।’


সূত্র: এনডিটিভি