সোনমের বিয়েতে পাঞ্জাবি আর নাগা সংস্কৃতির মিলন

যাঁরা ভারতীয় গানের শ্রোতা, তাঁদের কাছে সোনম পুরী পরিচিত এক নাম। ১১ জানুয়ারি বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় পপ ব্যান্ড সোনমের এই মূল ভোকালিস্ট। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা জুকোবেনি টুঙ্গো। জুকোবেনি নাগাল্যান্ডের কোহিমা-র বাসিন্দা। সেখানেই পাঞ্জাবি আর নাগা রীতি মেনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। একনজরে এই জুটির ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই বিয়ের বিস্তারিত।

১ / ১৪
সোনম পুরীর কাছে এই বিয়ে কেবল দুটি মানুষের মিলন নয়, বরং দুই সংস্কৃতির মিলন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৪
বিয়ের পর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী সোনম বলেন, ‘আমি পাঞ্জাবি ও আমার প্রেমিকা নাগাল্যান্ডের। আমার কাছে এই বিয়ে মানে সব বিভেদ ভুলে ভিন্ন দুই সংস্কৃতির ভালোবাসার জয়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
দুই দিন ধরে ছিমছাম আন্তরিক পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৪
বিয়েতে হাতে গোনা কাছের কয়েকজন আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৪
এই জুটি চার বছরের বেশি সময় ধরে প্রেম করছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
২০২৩ সালের মার্চে সোনম ও জুকোবেনির বাগ্‌দান অনুষ্ঠিত হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
২৫ বছর বয়সী জুকোবেনি পেশায় একজন মডেল। শখের গায়িকাও বটে! ২০২৩ সালে মিস ডিভা ইউনিভার্সে অংশ নিয়ে পৌঁছেছিলেন ফাইনালেও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৪
২০১০ সাল থেকে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে সোনম পুরীর ব্যান্ড সোনম। পুরোনো বলিউড গানকে নতুন আঙ্গিকে পরিবেশন করে জনপ্রিয়তা পায় সোনম। পরে অরিজিনাল মিউজিক তৈরি করতে শুরু করে এই দল। সেই ব্যান্ডেরই মূল ভোকালিস্ট সোনম পুরী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৪
বিয়ের পর সোনম বলেন, ‘এটা জীবনের সেরা অনুভূতি। কেননা, আমি জুকোবেনিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আকুল ছিলাম। ওর সঙ্গে আমার যোগাযোগের গভীরতার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
বিয়েতে জুকোবেনির পরনে ছিল ভিক্টোরিয়ান ব্রিজারটন থিমের ঘিয়েরঙা গাউন। গাউনটি তৈরি করেছে নাগাল্যান্ডের নামকরা ফ্যাশন হাউস চুবালা জামির স্টুডিও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৪
কনের সঙ্গে মিলিয়ে সোনমের পরনে ছিল ঘিয়ে–সাদারঙা বারোক স্যুট-প্যান্ট আর বো টাই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৪
বিয়ের পর স্ত্রীকে নিয়ে ভারতে ‘সোনম’ ব্যান্ডের সফরে রয়েছেন সোনম। এটাকে বলা যেতে পারে প্রি-হানিমুনG সফর শেষে এই দম্পতি যাবেন হানিমুনে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৪
বিয়ের দিন ভক্তদের উদ্দেশে এই দুজন ‘সাথ রাহে তু মেরে’ শিরোনামে একটা মিউজিক ভিডিও মুক্তি দিয়েছেন। এখানে জুকোবেনিও গেয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৪
এই মিউজিক ভিডিওতে এই দুজনে তাঁদের পরিচয়ের প্রথম দিকের কিছু কথোপকথন ভাগাভাগি করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সেখানে দেখা যায়, জুকোবেনিই প্রথম সোনমের গানের প্রশংসা করে তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। আর কথোপকথনের একপর্যায়ে সোনম লেখেন, ‘জুকো, আমি আসলে তোমার মতো কাউকে খুঁজছিলাম না। আমি আমার জীবনের ভাগ দেওয়ার জন্য কেবল তোমাকেই খুঁজছিলাম।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে