শবনম ফারিয়ার বিয়ের ১০টি ছবি

বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। পাত্র তানজিম তৈয়ব দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁদের বিয়ের ১০টি ছবি দেখুন এখানে।

১ / ১০
হাতের মেহেদিতে বিয়ের আমেজ
ছবি: নেহা’জ মেহেদি ডিজাইন
২ / ১০
কনের সাজে শবনম ফারিয়া
ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভার
৩ / ১০
রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম
ছবি: নেহা’জ মেহেদি ডিজাইন
৪ / ১০
শবনম ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে
ছবি: মিরাজুল ইসলাম মিরাজ/ ড্রিম ওয়েভার
৫ / ১০
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তানজিম তৈয়ব
ছবি: ড্রিম ওয়েভার
৬ / ১০
বর্তমানে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত তানজিম
ছবি: ড্রিম ওয়েভার
৭ / ১০
ফারিয়া জানালেন, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা
ছবি: ড্রিম ওয়েভার
৮ / ১০
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে
ছবি: ড্রিম ওয়েভার
৯ / ১০
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে শবনমের অভিষেক হয় বড় পর্দায়
ছবি: মাজহারুল ইসলাম রাফি/ড্রিম ওয়েভার
১০ / ১০
বর–কনেকে সাজিয়েছেন রূপসজ্জাকর জাহিদ খান
ছবি: ড্রিম ওয়েভার
আরও পড়ুন