মায়ের আত্মহত্যা, যৌন হেনস্তা, জেল, বিবাহবিচ্ছেদ—কী নেই মুনাওয়ারের জীবনে!

বড় বড় তারকাকে পেছনে ফেলে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৭তম সিজনের মুকুট উঠল মুনাওয়ার ফারুকীর মাথায়। একই সঙ্গে এই তরুণ একজন সিঙ্গেল বাবা, স্ট্যান্ডআপ কমেডিয়ান, শায়েরি লেখক, ইউটিউবার ও র‍্যাপার। ৩২ বছর বয়সী এই তরুণের জীবন হার মানাবে সিনেমার চিত্রনাট্যকে। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক সেগুলো।

১ / ২১
ভারতের গুজরাটের একটি প্রত্যন্ত গ্রামে ২৮ জানুয়ারি ১৯৯২ সালে জন্ম মুনাওয়ার ফারুকীর। তাঁর বাবা সংসারে কোনো টাকা দিতেন না। মা–ই মুনাওয়ার ও তাঁর বড় বোনের খরচ চালাতেন। মুনাওয়ারের বাবা আর পরিবারের অন্যরা তাঁর মাকে শারীরিক আর মানসিক অত্যাচার করতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২১
মা পাঁপড়, চাটনি বানাতেন। চার বছর বয়স থেকে বোনের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেই পাঁপড় আর চাটনি বিক্রি করতেন মুনাওয়ার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২১
২০০২ সালে গুজরাটের দাঙ্গায় বহু ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয়। সেগুলোরই একটা ছিল মুনাওয়ারদের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২১
বড় যৌথ পরিবারের সঙ্গে থাকতেন মুনাওয়ার। ছয় বছর বয়স থেকে আত্মীয়স্বজনদের মাধ্যমে যৌন হেনস্তার শিকার হন। এটা ৪ থেকে ৬ বছর পর্যন্ত চলেছিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২১
২০০৭ সালের জানুয়ারিতে মুনাওয়ারের মা আত্মহত্যা করেন। মুনাওয়ার সাধারণত তাঁর মায়ের কাছের ঘুমাতেন। ওই রাতে ঘুমিয়েছিলেন দাদির কাছে। সকালে উঠে জানেন, পেটব্যথার জন্য হাসপাতালে ভর্তি মা। হাসপাতালে গিয়ে দেখেন সত্যিই ব্যথায় কাতরাচ্ছেন মা। এর কিছুক্ষণ পর তাঁর মা মারা যান। মুনাওয়ারের মা সাড়ে তিন হাজার রুপি ধার করেছিলেন। যাঁদের কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাঁরা বাড়ি এসে নানা কথা শোনাতেন। মুনাওয়ারের বড় বোন পালিয়ে বিয়ে করেছিলেন। এর জন্যও সবাই তাঁর মাকেই দায়ী করতেন। আর নিয়মিত নির্যাতন তো ছিলই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২১
মায়ের মৃত্যুর পর ময়নাতদন্ত করে জানা যায়, শেষ ১২ দিন তিনি কিছুই খাননি। খালি পেটে খেয়েছিলেন অ্যাসিড। মুনাওয়ার ২০২২ সালে ‘লক আপ’ রিয়েলিটি শোতে বিজয়ী হয়ে মঞ্চে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি হয়তো জীবনে অনেক টাকা আয় করব। কিন্তু কোনো দিন সেই সাড়ে তিন হাজার টাকার ঋণ শোধ করতে পারব না। যে কারণে আমার মা মারা গেল।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ২১
সামান্য ভালোবাসা আর ভাতের আশায় প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন বড় বোন। এরপর মুনাওয়ারের সেই বোন শ্বশুরবাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে আরও একবার স্বামীর বাড়ি থেকেও পালিয়ে চলে আসেন
ছবি: সংগৃহীত
৮ / ২১
বাবা অসুস্থ হয়ে পড়েন। মুনাওয়ার বোন আর বাবাকে নিয়ে চলে আসেন মুম্বাই। সেখানে তিনি সেলসম্যানের কাজ করেন। ওয়েটার হিসেবে কাজ করেন। কম্পিউটারের কাজ শেখেন। গ্রাফিকস ডিজাইনার হিসেবে চাকরি নেন একটা বিজ্ঞাপনী সংস্থায়। নিজের ব্যক্তিত্ব দিয়ে সেই চাকরিতে সবার মন জয় করে নিয়েছিলেন এই তরুণ। সিইও থেকে শুরু করে সবাই তাঁকে পছন্দ করত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২১
ওই বিজ্ঞাপনী সংস্থার হয়ে একদিন একটা বিজ্ঞাপনের শুটিংয়ে যান। শুটিংয়ে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের দরকার ছিল। কোনো কারণে সেদিন তিনি আসেননি। সেই জায়গায় মুনাওয়ার ডায়ালগ দেন। সবাই খুব পছন্দ করেন, হাততালি দিয়ে ওঠে। শুটিং শেষে উপস্থিত সবার সামনে কমেডি করেন। সেটাই ছিল মুনাওয়ারের জীবনের প্রথম স্ট্যান্ডআপ কমেডি
১০ / ২১
মায়ের মৃত্যুর দুই বছর পর মাত্র ১৭ বছর বয়সে মুনাওয়ারকে জেসমিন নামের এক মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। এই সম্পর্ক নিয়েও মুনাওয়ারকে বেশ ভুগতে হয়েছে। ২০২১ সালে এই দুজনের পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায়
ছবি: সংগৃহীত
১১ / ২১
এই ঘরে মুনাওয়ারের একটা ছেলে আছে। ছেলেটা এখন মুনাওয়ারের সঙ্গেই থাকে। মাত্র ছয় বছর বয়সেই মুনাওয়ারের লেখা, গাওয়া সব র‍্যাপ সং ছেলের মুখস্থ
ছবি: সংগৃহীত
১২ / ২১
সবার প্রশংসা পেয়ে মুনাওয়ার একটা ইউটিউব চ্যানেল খোলেন। পরবর্তী সাড়ে তিন বছর মুনাওয়ারের সঙ্গে যত মানুষের দেখা হয়েছে, সবাইকে তিনি নিজের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২১
বহু প্রচেষ্টার পর মুনাওয়ারের একটা ভিডিও ভাইরাল হয়। আর এরপর একে একে অনেক ভিডিও ভাইরাল হতে থাকে। একের পর এক শো করতে থাকেন মুনাওয়ার। সেই সময় ২০২০ সালের শুরুতে তাঁর বাবা মারা যান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২১
মুনাওয়ারের কমেডিতে উঠে আসত রাজনৈতিক সমালোচনা। ‘স্বাভাবিকভাবেই’ তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়। রাম–সীতা নিয়ে পুরোনো একটা ভিডিও ভাইরাল করে বলা হয়, মুনাওয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমেডির মাধ্যমে ‘হিন্দুধর্ম’ নিয়ে মজা করেন, ছোট করেন। মামলা হয়। ৩৫ দিন জেল খাটেন। পরবর্তী ১২টা শো বাতিল হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২১
এরপর মুনাওয়ার ‘লক আপ’ নামে এক রিয়েলিটি শোতে এসে ব্যাপক জনপ্রিয়তা পান ও বিজয়ী হন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২১
বিগ বসের শুরু থেকেই ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। একাধিক প্রেমের সম্পর্ক নিয়ে বেশ হইচইও হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২১
মুনাওয়ার ন্যাশনাল টেলিভিশনে তাঁর সাবেক প্রেমিকা আয়েশা খানের কাছে হাত জোড় করে ক্ষমা চান
ছবি: সংগৃহীত
১৮ / ২১
বিগ বসের আরেক প্রতিযোগী, হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার খালাতো বোন মান্নারা চোপড়ার ‘ক্রাশ’ ছিলেন মুনাওয়ার
ছবি: সংগৃহীত
১৯ / ২১
তবে নতুন করে সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না মুনাওয়ার। বলেন, ‘আসলে আমি এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি যে আমি এখনো কোনো সম্পর্কের জন্য প্রস্তুত নই। আগে নিজেকে ঠিক করি। ছেলেটাকে সময় দিই। ক্যারিয়ার সামলাই। এরপর না হয় প্রেমে পড়া যাবে।’
ছবি: সংগৃহীত
২০ / ২১
বিগ বসের ট্রফি হাতে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মুনাওয়ার বলেন, ‘জীবন আমাকে যতটা দিয়েছে, ততটাই কেড়ে নিয়েছে। আমি জীবনে যা–ই করি না কোনো, যত সফলতাই পাই না কেন, আমার ভেতরে মায়ের মৃত্যুর ক্ষতের ওপর প্রলেপ পড়বে না। ক্ষতটা অক্ষতই রয়ে যাবে। তবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি আজীবন তার প্রতিদান দিয়ে যাব। কথা দিলাম।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২১ / ২১
বিগ বসের ১৭তম আসরের বিজয়ী হিসেবে ট্রফির সঙ্গে মুনাওয়ার পেয়েছেন ৫০ লঅখ রুপি ও একটি লাক্সারি কার
ছবি: ইনস্টাগ্রাম থেকে