নতুন করে কেন ভাইরাল শারমিনের বিয়ের ছবি?

ফেসবুক স্ক্রল করতে করতে চোখে পড়ল শারমিন সেহগালের একটা ছবি। যেখানে তাঁকে দেখা যাচ্ছে আলমজেবের চরিত্রে। ছবির ওপরে একটা প্রশ্ন লেখা, ‘(সঞ্জয় লীলা বানসালির সিরিজে অভিনয় কি) মামাবাড়ির আবদার?’ উত্তরে শারমিন বলছেন, ‘হ্যাঁ’। এটি–ই মিম হয়ে ঘুরে বেড়াচ্ছে!

বলিউডের নন্দিত পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় অভিনয় করা বলিউডের প্রথম সারির তারকাদেরও স্বপ্ন। সেখানে এই পরিচালক শারমিন সেহগালের মামা হওয়ায় তিনি নাকি সহজেই চরিত্রটা বাগিয়ে নিতে পেরেছেন। তবে কোনোভাবেই তিনি তাঁর চরিত্রের সঙ্গে ন্যায়বিচার করতে পারেননি বলে অভিযোগ তুলেছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে শারমিনের অভিনয় নিয়ে সমালোচনা। এরই মধ্যে নতুন করে সামনে এসেছে এই তারকার বিয়ের ছবি। কেন, জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

১ / ১১
সঞ্জয় লীলা বানসালির সঙ্গে শারমিন সেহগাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
বলিউডে এই মুহূর্তে সবচেয়ে সমালোচিত তারকা কে? উত্তরে অনেকেই বলবেন, আর কে, শারমিন সেহগাল! ১ মে নেটফ্লিক্সে বহুলপ্রতীক্ষিত সিরিজ ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ মুক্তির পর মূল চরিত্রের সবাই কমবেশি তালি কুড়িয়েছেন, শুধু সব নিন্দা এসে জুটেছে শারমিনের কপালে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
‘হীরামন্ডি’তে মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। মল্লিকাজানের চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা। শারমিন আবার নির্মাতা বানসালির বোন বেলা সেহগালের মেয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত নাকি একই রকম অভিব্যক্তি ছিল শারমিন সেহগালের চেহারায়। অনেকে বলেছেন, ‘শারমিনের বদলে তাঁর একটা ছবি দিয়েও একই অভিনয় করানো যেত’, ‘তিনি অভিনয়ের কিচ্ছু জানেন না। অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো সিরিজে যতবার সামনে এসেছেন, মনে হয়েছে এটা একটা শাস্তি। জঘন্য’, ‘একটা মানুষ এত খারাপ অভিনয় কীভাবে করে, সেটা একটা গবেষণার বিষয়’—এ রকম আরও অসংখ্য মন্তব্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
এত এত নেতিবাচক মন্তব্য সামলাতে না পেরে শারমিন তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের জায়গা আপাতত বন্ধ করে রেখেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
তবে নেটিজেনরাও কম যান না। তাঁরা গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শারমিনের বিয়ের ছবির পোস্টে। তাৎক্ষণিকভাবে সেটিরও কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়। এরপর সমালোচকেরা সেই ছবি নানা মন্তব্যসহ নিজেরা পোস্ট করতে শুরু করেছেন। যেগুলো তাঁরা শারমিনের পোস্টের নিচে করতে পারছিলেন না (কমেন্ট বক্স বন্ধ করে দেওয়ায়)!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
নেটিজেনরা খুঁজে বের করেছেন যে শারমিনের বিয়ের ছবি তুলেছে ‘রিলস অ্যান্ড ফ্রেমস’ ও ‘ওয়েডিং আনসার্স’ নামের প্রতিষ্ঠান। তাদের ইনস্টাগ্রাম পেজে শারমিনের বিয়ের ছবির পোস্টে গিয়ে সবাই মন্তব্য করছেন দেদার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
মন্তব্যগুলো অনেকটা এ রকম, ‘আপনার বড়লোক দেখে বিয়ে করে নেওয়া ছাড়া আসলেই আর কোনো উপায় ছিল না। আপনি বরং সংসার করুন। শুভকামনা। শুধু হাতজোড় করে একটাই অনুরোধ, দয়া করে অভিনয়ে ফিরবেন না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
অনেকে বিয়ের ছবি দিয়েও বানিয়েছেন মিম। সেসব ছবি শেয়ার করেও নানা নেতিবাচক মন্তব্য করছেন সমালোচকেরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
২০২৩ সালের নভেম্বরে আমান মেহতাকে বিয়ে করেন শারমিন সেহগাল। গুজরাটি মাল্টিবিলিয়নার বিজনেস টাইকুন সামির মেহতার পুত্র আমান। সামির মেহতার মোট সম্পদের পরিমাণ ৬ দশমিক ২৮ বিলিয়ন ডলার (২০২৪ সালের জানুয়ারি মাসের তথ্য অনুসারে) বা ৭৩ হাজার ৬৬৪ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
এত ধনী ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াকে ভালো চেখে দেখছেন না অনেকেই। আরেকটা মিমে লেখা হয়েছে, ‘জন্ম নিন এভাবে!  ট্যালেন্ট ০%, মামা: সঞ্জয় লীলা বানসালি, জীবনসঙ্গী: ৭ বিলিয়ন ডলারের (করের অধীনে) মালিক!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া ও ইনস্টাগ্রাম