সম্পর্ক যাচাইয়ে ‘অরেঞ্জ পিল থিওরি’ কতটা কার্যকর
টিকটকে কয়েক দিন পরপরই অদ্ভুত কিন্তু মজার নানা রকমের ট্রেন্ড দেখা যায়। আর এসব ট্রেন্ডে গা ভাসান লাখ লাখ ব্যবহারকারী। এখন যেমন ট্রেন্ডে আছে কমলালেবু পরীক্ষা। নেটিজেনরা যার নাম দিয়েছেন ‘অরেঞ্জ পিল থিওরি’। গত বছর থেকেই সম্পর্ক যাচাইয়ের নতুন এই পদ্ধতি নিয়ে টিকটকে চর্চা হচ্ছে। আর তাতে হুমড়ি খেয়ে পড়েছেন তরুণ-তরুণীরা। বলা হচ্ছে, ভালোবাসা যাচাই করতে এটি ‘খুবই কার্যকর’ কৌশল। আসলেই কি তা–ই?
অরেঞ্জ পিল থিওরি কী
এই ট্রেন্ডে নারীরা (পুরুষও হতে পারেন) তাঁদের সঙ্গীকে একটি কমলালেবু এনে দিতে বলেন। কখনো কখনো কমলালেবু হাতে ধরিয়ে ছিলে দিতে বলেন। আর এখানেই রয়েছে টুইস্ট। সেই কমলা যদি খোসা ছাড়ানো অবস্থায় আসে, তাহলেই তাঁর সঙ্গীকে ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ বলা যায়। আর যদি কমলা খোসাসহ আসে, তাহলে ‘কুছ গড়বড় হ্যায়!’ অনেকে বলছেন, এই ছোট্ট অনুরোধের মাধ্যমে তাঁরা দেখতে চাইছেন সঙ্গী/সঙ্গিনী তাঁদের প্রতি কতটা যত্নবান। কেউ কেউ আবার এই থিওরিকে ভালোবাসার ভাষার সঙ্গে তুলনা করেছেন। যেখানে যত্নের মাধ্যমে ভালোবাসা প্রকাশটাই মুখ্য। যেমন এই কমলার খোসা ছাড়ানো। একটি ভিডিওতে দেখা গেল, এক তরুণী তাঁর সঙ্গীকে বলছেন, ‘আমার কমলা খেতে ইচ্ছা করছে।’ তখন তাঁরা বেডরুমে বসে ছিলেন। পুরুষ সঙ্গী এটা শোনার পর উঠে গিয়ে তাঁকে একটি কমলা খোসা ছাড়িয়ে এনে দিলেন। আর সেটা দেখেই নারীটি তাঁর সঙ্গীকে জড়িয়ে ধরে বললেন, ‘তুমি পাস।’
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রয়িংরুমের সোফায় বসে একমনে টিভি দেখছেন এক তরুণ। এমন সময় তরুণীটি সঙ্গীর কাছে এসে বসে তাঁর হাতে একটি কমলা ধরিয়ে দিয়েছেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কমলাটি খেতে ইচ্ছা করছে।’ শুনে ছেলেটি টিভি দেখতে দেখতেই কমলার খোসা ছাড়িয়ে কোয়াগুলো মেয়েটির হাতে দিতে থাকেন। এরপর মেয়েটিকে বলতে শোনা যায়, ‘তুমি পাস করেছ, তবে শতভাগ নম্বর পাওনি।’ কারণ হিসেবে ওই তরুণীর ব্যাখ্যা, কমলার খোসা ছাড়িয়ে দিলেও একবারও তিনি মেয়েটির দিকে তাকাননি। এমনকি খোসা ছাড়ানোর ফাঁকে তাঁদের মধ্যে বিশেষ কোনো কথাও হয়নি। ছেলেটি শুধু তাঁর দায়িত্ব পালন করেছেন, যত্নের ঘাটতি ছিল।
নিছক মজা হিসেবেই শুরু হয়েছিল ট্রেন্ডটি। তবে সম্পর্কের এই ‘অরেঞ্জ পিল থিওরি’ প্রথম দেখায় হাস্যকর মনে হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারা কীভাবে তরুণ-তরুণীর সম্পর্কে এটি এক অদৃশ্য চাপ তৈরি করছে, তা বোঝা যায়। কেউ কেউ এই কমলালেবুর খোসা ছাড়িয়ে আনার ছোট্ট ঘটনাকেই করে তুলছেন ভালোবাসার মানদণ্ড।
সম্পর্ক বুঝতে এই থিওরি কতটা ঠিক
মনোরোগবিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব ট্রেন্ড অনেক সময় আমাদের স্বাভাবিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে তোলে। যেমন আপনার সঙ্গী হয়তো কমলার খোসা ছাড়াননি, কারণ, তিনি তখন ব্যস্ত ছিলেন বা তিনি বুঝতেই পারেননি আপনি খোসা ছাড়ানো কমলা চাচ্ছেন। তাই এমন পরীক্ষা অনেক সময় ভুল–বোঝাবুঝি বাড়ায়। এ ছাড়া অন্যদের এক মিনিটের টিকটক ভিডিও দেখে তার সঙ্গে নিজের সম্পর্কের তুলনা করাও একধরনের বোকামি। এতে অকারণে মানসিক চাপ বাড়ে। সঙ্গীর প্রতি অস্বস্তি ও সন্দেহ তৈরি হয়। যে কারণে হতে পারে সম্পর্কের অবনতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ বলেন, ‘শুধু একটা ঘটনার ওপর ভিত্তি করে কখনোই কোনো সম্পর্ক বা ভালোবাসা মাপা উচিত নয়। স্থান-কাল-পাত্রভেদে একেকজনের সিদ্ধান্ত একেক রকম হয়। কেউ হয়তো কমলার খোসা ছাড়িয়ে আনবেন, আবার কেউ হয়তো শুধু কমলাটাই এনে দিলেন। তাই এসবের ওপর ভিত্তি করে সম্পর্ক যাচাই করতে যাওয়া অযৌক্তিক।’
যা দেখবেন
ভালোবাসা প্রকাশের ধরাবাঁধা সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা যাচাই করতেই হয়, তাহলে কয়েকটি জিনিসের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ।
ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া যেকোনো সম্পর্কই মূল্যহীন। তাই আপনার সঙ্গী আপনাকে বিশ্বাস করে কি না এবং আপনি আপনার সঙ্গীকে বিশ্বাস করতে পারছেন কি না, দুটিই জানা জরুরি।
আমরা যে জিনিস ভালোবাসি, সব সময় সেই জিনিসের খুব যত্ন করি। মানুষের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। তাই একটি সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই উচিত একে অপরের প্রতি যত্নশীল হওয়া।
আপনার সঙ্গী আপনাকে একজন মানুষ হিসেবে কতটুকু শ্রদ্ধা ও সম্মান করছে, সেদিকে খেয়াল রাখুন।
ভালোবাসার সম্পর্কের শুরুতে সবাই নিজের সবচেয়ে ভালো দিকগুলো দেখানোর চেষ্টা করেন। তাই প্রথম দিকে তিনি আপনার সঙ্গে কেমন ব্যবহার করছেন, সেটা দেখার চেয়েও বেশি জরুরি, তাঁর চারপাশের মানুষের সঙ্গে তিনি কীভাবে কথা বলছেন বা কেমন ব্যবহার করছেন, সেটা খেয়াল করা।
আপনি বা আপনার সঙ্গী যদি মজা করে এ ধরনের ভিডিও বানাতে চান, তাতে কোনো ক্ষতি নেই। তবে তা যেন দুজনের সম্মতির ভিত্তিতে হয় এবং কারও জন্যই অপমানজনক না হয়; বরং সম্পর্ক বোঝার জন্য একে অপরের ভালোবাসার ভাষা বুঝতে চেষ্টা করুন। সম্পর্ক গড়তে হলে দরকার পারস্পরের প্রতি সম্মান ও বোঝাপড়া। একটি সম্পর্কের চেয়ে খোসা ছাড়ানো কমলার গুরুত্ব খুব একটা বেশি নয়!
সূত্র: ভেরি ওয়েলমাইন্ড ও টাইমস অব ইন্ডিয়া