লম্বা ছুটি কী করে কাটাবে আপনার সন্তান

অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই শুরু হয়ে গেছে রোজার ছুটি
ফাইল ছবি

স্কুলগেটের সামনে ছুটির নোটিশ দেখে নেচে উঠল মেয়েটি। দুই বেণি দুলিয়ে বলে উঠল, ‘মা আমার স্কুল এক মাস বন্ধ।’ এরপরই মার হাত ধরে ছুটিতে কী কী করবে, তার তালিকা বলা শুরু করল।

মেয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তার কথায় তাল মেলাচ্ছিলেন মা। আর মনে মনে ভাবছিলেন, এই লম্বা ছুটি মেয়ের কীভাবে কাটবে। অফিস ও সংসারের কাজ সামলে মেয়েকে সত্যি ঠিক কতটা সময় দিতে পারবেন তিনি। শেষ পর্যন্ত মোবাইলের ছোট্ট স্ক্রিনে মেয়ের এক মাসের ছুটিটা বন্দী হয়ে যাবে না তো?

ছুটি মানেই যেন ছেলেমেয়েদের ঘরবন্দী জীবন না হয়
ছবি : কবির হোসেন

স্কুল, কলেজসহ বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্র রমজান মাসের ছুটি শুরু হচ্ছে। কোনো স্কুলে শুরু হয়ে গেছে। কোনো স্কুলে আবার রোজার এক সপ্তাহ পর শুরু। সরকারি স্কুলে ১৫ রোজার পর ছুটি শুরু। যেমনই হোক এই ছুটিতে শিশুরা আসলে কী করবে, তা নিয়ে দুশ্চিন্তাও রয়েছে।

‘আমাদের ছুটি ছুটি, চল নেব লুটি, ওই আনন্দ ঝরনা,’ বহুকাল আগে সাদা–কালো সিনেমার যুগে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের সেই ছুটির স্বাদ যে এখন বদলেছে। এখন তো ছুটি মানেই ছেলেমেয়েদের ঘরবন্দী জীবন। দিনের বেশির ভাগ মোবাইল গেমে ডুবে থাকা। অনেক মা-বাবা আবার এর মধ্যে পড়াশোনার বোঝাটা আরও বাড়িয়ে দেন। ছুটি আর ছুটি থাকে না।

এই ছুটিতেই না হয় শেখা হলো সাইকেল চালানো
ছবি : সাবিনা ইয়াসমিন

লম্বা ছুটিতে সন্তান কীভাবে সময় কাটাবে, তা নিয়ে কর্মব্যস্ত মা-বাবার চিন্তাটা আরেকটু বেশি। কীভাবে কাটাবে, সে প্রশ্নের বদলে অনেক ক্ষেত্রে মা-বাবাকে ভাবতে হয় কোথায় কাটাবে। এ প্রসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী দুই মা-বাবার গল্প বলা যায়। অফিস সেরে ডে শিফট স্কুল শেষে সন্তানকে নিয়ে একেবারে বিকেলে বাসায় ফেরেন মা। মেয়ে যে সময়টা স্কুলে থাকে, সে সময়টায় চিন্তা থাকে না। স্কুল বন্ধ থাকায় মেয়েকে এখন রাখতে হবে আত্মীয়ের বাসায়। তা নিয়ে চিন্তিত এই মা-বাবা। চিন্তিত ওই মা বললেন, ‘ছুটি এলেই মেয়েটার মন খারাপ হয়ে যায়।’

এসব গল্প শুনলে মন খারাপ হয়। মন খারাপ হয়েই–বা উপায় কী। শহুরে জীবনের বাস্তবতা তো এমনই। সেই যে বাপি আর মা সিনেমায় যাওয়ার পর একা বাসায় থাকা শিশুটিকে ভালো রাখতে সংগীতশিল্পী অঞ্জন দত্ত গেয়েছিলেন, ‘আমি বলি কী একটা চালাকি করে দেখ না, জানালার বাইরে আকাশটাকে দেখ, টিভি দেখো না।’ শহুরে জীবনে শিশুদের ছুটিকে আনন্দময় করে তুলতে এই চালাকিটা কিন্তু খুব প্রয়োজন।

ছুটির কটা দিন না হয় ঘুরে আসুক, নানি, দাদি, খালা, মামা, চাচা, ফুপুদের বাড়ি
ছবি : সুমন ইউসুফ

সন্তানের ছুটিটা আনন্দময় করে তুলতে তাকে নাহয় একটু চোখের আড়ালে পাঠালেন। কটা দিন ঘুরে আসুক, নানি, দাদি, খালা, মামা, চাচা, ফুপুদের বাড়ি। পাঠ্যবইয়ে পড়া কবি জসীম উদ্‌দীনের ছড়া, ‘ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করে মুখ’ কিছুটা নাহয় সত্য হলো। আর সেটা সম্ভব না হলেও ঢাকার মধ্যে বা ঢাকার আশপাশে প্রকৃতির সান্নিধ্যে সন্তানকে নিয়ে বেড়াতে যেতে পারেন। এমনকি রমনা পার্কে গিয়ে নাম না–জানা গাছ চিনিয়েও আনন্দ দেওয়া যেতে পারে শিশুকে।

গল্পের বইও হতে পারে ভালো সঙ্গী
ছবি : সুমন ইউসুফ

সন্তানকে কেবল মোবাইল গেম বা টিভি দেখা নিষেধ করলেই চলবে না। তার সামনে বিকল্পটাও থাকা দরকার। সেটা হতে পারে একসঙ্গে রান্না, বাগান করা, খেলাধুলা করা। বইমেলায় কেনা গল্পের বইও হতে পারে ভালো সঙ্গী। দুজনে একসঙ্গে বই পড়তে পারেন। বই পড়িয়ে শোনাতে পারেন। সন্তানও বই পড়ে শোনাতে পারে আপনাকে। আবার কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘দীপু নাম্বার টু’, ‘আমার বন্ধু রাশেদ’–এর মতো পুরোনো সিনেমাগুলো সন্তানকে নিয়ে দেখাতে পারেন।

দিনের একটা নির্দিষ্ট সময় সন্তানকে মোবাইলে সময় কাটাতে দিন। তাতে তার মনের সাধও কিছুটা পূরণ হবে।

সম্প্রতি ফেসবুকে ‘আজকের বিস্ময়’ নামে একটি পোস্ট চোখে পড়ে। তাতে মা যখন তার ছেলেবেলায় কুমিরডাঙা, লুকোচুরি, ঝোলঝাপ্পা, বুড়িবসন্ত, ডাংগুলি, ফুটবল খেলার গল্প বলেন, সন্তানের তখন চোখ কপালে ওঠে। তারা মাকে ‘গুড স্টোরি মেকার’ তকমা দিয়ে বসে। তবে এগুলো যে কেবলই গল্প নয়, তা সন্তানকে বোঝানো কিন্তু একেবারে অসম্ভবও নয়। সপ্তাহের ছুটির দিনটিতে তার সঙ্গে খেলতেই পারেন এমন খেলা।

ছাদে শুয়ে একমনে বই পড়েই না হয় কাটলো ছুটি
ছবি : সুমন ইউসুফ

প্রতিবেশীর সঙ্গে সদ্ভাবটাও গড়ে তুলতে পারেন সন্তানের স্বার্থে। যদি প্রতিবেশী হিসেবে সন্তানের সমবয়সী কাউকে পেয়ে যান, তাহলে সে বন্ধু পেয়ে যাবে। এই ব্যস্ত শহরে একজন ভালো বন্ধুর চেয়ে ভালো আর কী হতে পারে।

গান, নাচ, ছবি আঁকা সন্তানের যেখানে আগ্রহ, সেখানে সময়টা কাটাতে দিন ওর মতো করে। অনেক মা-বাবাই ছুটির সময়ও সন্তানকে রুটিনবাঁধা ছকে জীবন কাটাতে বাধ্য করেন। ছুটিটা ওর মতো করেই কাটুক না। রুটিন পড়াশোনাটা কিছুদিন না হয় শিকেয় তোলা থাক। সন্তানকে এই কয়টা দিন ওর মতো করে কাটাতে দিন। খাটটাকে মাঠ ভেবেই নাহয় উপুড় হয়ে শুয়ে কাটল। একমনে জানালার ধারে বসে থাকা কাক বা বারান্দায় আসা চড়ুই পাখিটা দেখে সময় কাটাল। ছুটিটা নাহয় রুটিনবন্দী না–ইবা হলো।