অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল দুই চুমু
কেউ প্রেম করতে যায় রেস্তোরাঁয়, কেউবা কফিশপে। কেউ কেউ ছুটে যায় পাহাড়ে, সমুদ্রে, অরণ্যে। কোনো কোনো জুটির রাস্তার পাশের চা-ডেটেই তুষ্ট। এ দিকে কাইলি জেনার-টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ-বেনি ব্লাঙ্কো জুটি ডেট নাইট কাটাতে গেছেন ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে। মার্কিন টেলিভিশন দুনিয়ার গুরুত্বপূর্ণ স্বীকৃতির এই আসর থেকে এই দুই জুটির চুমুর ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮