আপনার সবচেয়ে ভালো বন্ধুটির মধ্যে কি এসব গুণ আছে
‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’ বলে একটা প্রবাদ খুব প্রচলিত। একজন ভালো বন্ধু আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসতে পারেন। আবার ‘অসৎ সঙ্গে’ থেকে জীবনে ‘সর্বনাশ’ ডেকে আনার মতো ঘটনার উদাহরণও কম নেই। কিন্তু প্রশ্ন হলো, ভালো বন্ধু খুঁজে পাবেন কী করে? এর সহজ উত্তর হলো, আশপাশে বিশেষ কিছু গুণাবলিসম্পন্ন মানুষ থাকলে তাঁদের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। কী সেই বিশেষ গুণাবলি, চলুন জেনে নিই—
হৃদয়বান
চলার পথে ভুল হবেই। আর ভুল করে ফেললে তা ক্ষমা করে দেওয়ার মতো একজন হৃদয়বান বন্ধু থাকা খুব প্রয়োজন। এমন বন্ধুদের ভালোবাসা হয় শর্তহীন। জীবনে এগিয়ে যেতে হলে ভুল থেকে শেখার প্রয়োজন আছে। এমন একজন বন্ধু আপনাকে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।
সত্যবাদী
যে যা-ই বলুক, জীবনে সত্যবাদী বন্ধু থাকা খুবই প্রয়োজন। সত্যবাদী বন্ধু আপনার ভুলত্রুটি সরাসরি তুলে ধরবেন, সংশোধনে বিশেষ ভূমিকা রাখবেন। আপনার আচার–আচরণ, জীবনযাপনে সামান্য স্খলন হতে দেখলে বন্ধুটি তা ধরিয়ে দেবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে কিছু সত্য হয়তো আপনার কাছে তেতো লাগতে পারে। তাই বলে আবার বন্ধুত্ব নষ্ট করতে যাবেন না।
সুপরামর্শক ও আশ্রয়দাতা
আপনার সমস্যার কথা শোনার মতো লোকের হয়তো অভাব নেই; কিন্তু বিপদে–আপদে কয়জনই–বা আপনাকে আশ্রয় দেবে? আশ্রয় বলতে যে কেবল ঘর নয়, তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আমাদের এমন কিছু বন্ধু থাকা প্রয়োজন, যাঁরা নিজেদের অসুবিধার মধ্যেও আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।
বোঝা বহনকারী
মানবজীবন উত্থান-পতনে ভরপুর। এমন বন্ধু আপনাকে জীবনের উত্থান-পতনে কিংবা সময়ে-অসময়ে পাশে থাকবেন, দরকার পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাঁরা আপনার দুঃখ-কষ্টের ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে আপনার কষ্ট কিছুটা হলেও লাঘব করে দেবেন।
গোপন কথা শুনবে
এমন বন্ধু আপনার একান্ত বিষয়গুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল। আপনার ভুলত্রুটি, দুঃখ-কষ্টসহ মনের আনাচকানাচে লুকিয়ে থাকা না বলা কথাটিও জানবেন তাঁরা। আপনার যা কিছু গোপনীয়, তার পুরোটাই তাঁরা কোনোরকম বাছবিচার ছাড়াই গ্রহণ করবেন।
সূত্র: লাইফওয়ে