খালিদ আর সালামাকে কি আর কখনো একই ভিডিওতে দেখা যাবে না?

‘পারফেক্ট সম্পর্ক’ বলে কি আদতে কিছু হয়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবারও ধাক্কা খেলেন ভক্তরা। আদর্শ দম্পতি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নামডাক আছে সংযুক্ত আরব আমিরাতের কনটেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি ও সালামা মোহাম্মদের। অবশ্য ‘আছে’ না বলে ‘ছিল’ বলাটাই সমীচীন। একটা স্বাস্থ্যকর, সুন্দর দাম্পত্য সম্পর্ক কেমন হয়, সেটা বোঝাতে নেটিজেনরা উদাহরণ হিসেবে মানতে শুরু করেছিল এই দম্পতিকে। দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব—বিচ্ছেদ হয়ে গেছে এই জুটির। খবরটা ভক্তদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। অনেকেই বিষয়টি মানতে পারছেন না। কয়েক মাস আগেই ভেঙে গেল আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাস ডেইলির নাসেইর ইয়াসিন ও এলিনের ছয় বছরের সম্পর্ক। এবার আলাদা হচ্ছেন খালিদ–সালামা জুটি। এই রটনার পেছনে আছে ভাইরাল হওয়া সালামার একটি সাম্প্রতিক সাক্ষাৎকার। জেনে নেওয়া যাক জনপ্রিয় এই ইউটিউবার জুটি সম্পর্কে—

১ / ২২
খালিদ আল আমেরির জন্ম ১৯৮৩ সালের ৫ ডিসেম্বর, সংযুক্ত আরব আমিরাতে। তাঁর মা আমিরাতের, বাবা স্কটল্যান্ডের। এদিকে ১৯৮৭ সালের ২০ এপ্রিল জন্ম নেওয়া সালামার বড় হওয়াও মিশ্র সংস্কৃতির পরিবারে। তাঁর বাবা আমারাতি, মা মার্কিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২২
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছিলেন খালিদ। তখন নিজের ভগ্নিপতির মাধ্যমে সালামার সঙ্গে পরিচয়। অল্প সময়ের মধ্যে দুজন দুজনের প্রেমে পড়ে যান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২২
পরিচয়ের কয়েক মাসের মধ্যেই ২০০৬ সালে বিয়ে করেন এই জুটি। তখন সালামার বয়স মাত্র ২০। আর খালিদের ২৩। তাঁদের বিয়ে নাকি বিশ্বের সবচেয়ে ‘অগোছালো’ বিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২২
১৭ বছরের বিবাহিত জীবন শেষে এই জুটি হাঁটছেন বিচ্ছেদের পথে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২২
খালিদ ও সালামার সংসারে খলিফা ও আবদুল্লাহ নামে দুই পুত্র আছে। আবদুল্লাহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। খালিদ ও সালামা দুজনেই জানিয়েছেন, তাঁরা দুজনেই তাঁদের দুই পুত্রকে নিয়ে অত্যন্ত গর্বিত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২২
খালিদ আর সালামার বিভিন্ন ভিডিওতে তাঁদের সন্তানদেরও দেখা যায় মাঝেমধ্যে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ২২
খালিদ আর সালামা বৈচিত্র্যময় বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন। বিশ্বের সেরা কনটেন্ট ক্রিয়টরদের মধ্যে তাঁরা অন্যতম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ২২
২০২২ সালের রোজার ঈদে বাংলাদেশের ইফতারি চেখে দেখতে ঢাকায় এসেছিলেন খালিদ। সাধারণত তিনি স্ত্রীকে নিয়েই সফর করেন। তবে সেবার নিরাপত্তার কারণে সালামা সঙ্গে ছিলেন না। পুরান ঢাকার চকবাজার আর সদরঘাটের খাবার চেখে দেখেছিলেন খালিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২২
সেবার বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দ্য ছোটভাইয়ের বাড়িতে দাওয়াত খেতেও গিয়েছিলেন। সঙ্গে কনটেন্ট বানাতেও ভোলেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ২২
খালিদদের পারিবারিক ব্যবসা আছে। তিনি ৫ মিলিয়ন ডলারের মালিক। তবে নিজেকে তিনি ইউটিউবার হিসেবেই পরিচয় দেন। তাঁর ইউটিউবের সাবস্ক্রাইবার ৩৩ লাখ ৩৬ হাজার (২৫ মার্চ ২০২৪ পর্যন্ত)। ইনস্টাগ্রামেও তাঁর অনুসারী সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ২২
নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়েও একাধিক ভিডিও বানিয়েছেন এই দুজন। বাজার করা, সংসারের খুঁটিনাটি বিষয়, ঘুরে বেড়ানো—সেসবের কোটি কোটি ভিউ হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ২২
আরব সংস্কৃতিকে বিশ্বব্যাপী প্রচার কারার জন্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি বুর্জ খলিফায় এই দুজনের ছবি প্রকাশ করে জানানো হয়েছে সম্মাননা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২২
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে সালামার (৩৬) সাম্প্রতিক এক সাক্ষাৎকার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২২
সেখানে সালামা বিচ্ছেদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘আমি কাউকে বদলাতে পারব না। তবে আমি আমার জীবন থেকে সেই মানুষটাকে বাদ দিয়ে দিতে পারি। আমার নিজের জীবনীশক্তি রক্ষা করতে চাই। আমি দিনের পর দিন ঘর থেকে বের হই না। নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি। নিজেকে সময় দিচ্ছি। এ মুহূর্তে বোধ হয় নিজেকে সময় দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২২
ওই ভিডিওর নিচে জড়ো হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করেছেন, ‘সবচেয়ে ভালো কিছুও একসময় শেষ হয়ে যায়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২২
আরেকজন লিখেছেন, ‘খালিদ বোধ হয় সালামাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। খালিদের কাছে তাঁর স্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। একটা মানুষ তাঁর স্ত্রীকে নিয়ে কী পরিমাণ আবেশিত থাকতে পারেন, তার আদর্শ উদাহরণ খালিদ। সেই খালিদকেও ছেড়ে যাচ্ছে। মেয়েরা আসলে সবই পারে।’ অন্য দিকে এই মন্তব্যকারীকে আরেকজন লিখেছেন, ‘আপনি কি কারও সত্যিকারের বাস্তবতা জানেন? না জানলে চুপ থাকেন। একপক্ষীয়ভাবে কোনো কিছু বিচার করতে যাবেন না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২২
সালামা আর খালিদের বিচ্ছেদ নিয়ে কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে একাধিক সূত্র তাঁদের আলাদা হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। আপাতত সন্তানেরা আছে বাবা খালিদের তত্ত্বাবধানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২২
কয়েকমাস ধরে দুজনাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘সিঙ্গেল’ ছবি আপলোড করছেন। তবে কেউ–ই আগের ‘কাপল’ ছবি বা ভিডিও মুছে ফেলেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২২
খালিদের মতো সালামাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে সালামার ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০ / ২২
দুই বছর আগে বাজারে এসেছে সালামার স্কিনকেয়ার ব্র্যান্ড ‘পিসফুল’। দুজনে মিলেই এই ব্র্যান্ডের প্রচারণা করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২১ / ২২
বিচিত্র সব ভিডিওতে এই জুটি মূলত শান্তির বার্তাই ছড়াতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২২ / ২২
গুঞ্জন সত্যি হলে সালামা আর খালিদকে হয়তো আর একসঙ্গে মজার মজার ভিডিওতে দেখতে পাবেন না ভক্তরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে