বিয়ের সাজে জেফার ও রাফসান, পোশাক ডিজাইনের গল্প জানালেন সাফিয়া সাথী

যতই গোপনে সারার চেষ্টা করুন না কেন, গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান আর উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর অনুষ্ঠান হওয়ার আগেই ফাঁস হয়ে গেছে। এবার সেই বিয়ের ছবিও প্রকাশ্যে এল। আরও জানা গেছে, এই সময়ের তরুণ ডিজাইনার সাফিয়া সাথীর পোশাকে বর-কনে সেজেছেন তাঁরা।

১ / ৬
জানা গেছে, কয়েক মাস আগেই বিয়ের পরিকল্পনা শুরু করেন এই তারকা জুটি। মাস দুয়েক আগে ডিজাইনার সাফিয়া সাথীর সঙ্গে বসেছিলেন জেফার-রাফসান।
ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে
২ / ৬
পোশাকের ফরমায়েশ দেওয়ার সময়ই জানিয়েছিলেন নিজেদের চাহিদার কথা। ডিজাইনারও সেইমতো পোশাকে প্রাধান্য দিয়েছেন সফট সিল্কের সঙ্গে অ্যান্টিকের কাজ।
ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে
৩ / ৬
কপারের কাজ জেফারের খুবই পছন্দ। বিয়ের শাড়িতেও সেই নকশা দেখতে চেয়েছিলেন তিনি। জেফারের রাসবেরি রঙের শাড়িতে সবুজ কপারের কাজ। শাড়িতে নির্দিষ্ট কিছু নকশাই চেয়েছিলেন জেফার, সেভাবেই নকশা করেছেন সাফিয়া সাথী
ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে
৪ / ৬
শাড়িটির রংও জেফারের পছন্দ করা। বিয়ের লুকটি সম্পূর্ণ করতে তিনটি ওড়না ব্যবহার করা হয়েছে। একটি মাথায়, একটি কাঁধে ও একটি রেখেছেন লম্বা ট্রেইন হিসেবে। ব্লাউজ আর শাড়িতে ঐতিহ্যবাহী কাজ তুলে ধরা হয়েছে, আছে ময়ূরের মোটিফ।
ছবি: রাফসানের ফেসবুক পেজ থেকে
৫ / ৬
শাড়ি ও ব্লাউজ দুটিতেই কপার (তামা) রঙের নকশা বিশেষভাবে নজর কাড়ে
ছবি: রাফসানের ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
রাফসান পরেছেন চাপা সাদা রঙের প্রিন্সকোটের সঙ্গে মসলিনের পাগড়ি। এই দম্পতির বিয়েতে ছবি তুলেছে রেমিনিসেন্স ফটোগ্রাফি
ছবি: রাফসানের ইনস্টাগ্রাম থেকে