সব বিতর্ক ছাপিয়ে ১০ বছরে তাঁরা মলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি
‘বেঙ্গালুরু ডেজ’ সিনেমার এক দশক পূর্ণ হলো গত ৩০ মে। এই সিনেমায় অভিনয় করে সেই সময় ব্যাপক আলোচনায় আসেন নিভিন পাউলি, দুলকার সালমান, নাজরিয়া নাজিম, ফাহাদ ফাসিল, নিত্যা মেননরা। সিনেমায় ফাহাদের স্ত্রীর চরিত্রে দেখা যায় নাজরিয়াকে। তবে ওই চরিত্রে আগে অভিনয় করার কথা ছিল নিত্যা মেননের। নিত্যা চরিত্রটি ফিরিয়ে দেন। তখন নাজরিয়াকে ওই চরিত্রের জন্য বাছাই করা হয়। আর এরপরই ঘটে ফাহাদ আর নাজরিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। কী সেটা, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক।
১ / ১৮
২ / ১৮
৩ / ১৮
৪ / ১৮
৫ / ১৮
৬ / ১৮
৭ / ১৮
৮ / ১৮
৯ / ১৮
১০ / ১৮
১১ / ১৮
১২ / ১৮
১৩ / ১৮
১৪ / ১৮
১৫ / ১৮
১৬ / ১৮
১৭ / ১৮
১৮ / ১৮