যে কারণে ১৪ বছরেও ভাঙেনি প্রেম, আজ বিয়ে করছেন ভারতের প্রাজক্তা ও নেপালের বৃষঙ্ক

‘চাইল্ডহুড ডার্লিংস’ বলতে যা বোঝায়, প্রাজক্তা কোলি ও বৃষঙ্ক খানাল যেন ঠিক তা–ই। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দুজনের পরিচয় ২০১১ সালের মার্চে, ব্লুবেরি মেসেঞ্জারে আলাপ। একই বছরের ২৯ অক্টোবর প্রথম দেখা। ১৪ বছর প্রেমের পর আজ ২৫ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে করতে চলেছেন এই জুটি। প্রি–ওয়েডিংয়ের ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ১৬
ইনস্টাগ্রামে ভারতের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রাজক্তা কোলির ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ৮৫ লাখ। দেখা দিয়েছেন বলিউডের বড় পর্দায়। নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘মিসম্যাচড’-এ মুখ্য ভূমিকায় দেখা দিয়েছেন। ‘টু গুড টু বি ট্রু’ নামে একটি বইও লিখেছেন প্রাজক্তা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৬
বৃষঙ্ক খানালের জন্ম ও বেড়ে ওঠা নেপালের কাঠমান্ডুতে। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল কলেজে পড়াশোনার সময় পরিচয় প্রাজক্তা কোলির সঙ্গে। তখন বৃষঙ্কর বয়স ছিল ২১ আর প্রাজক্তার ১৭
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৬
এরপর বৃষঙ্ক আইন নিয়ে পড়াশুনা করতে উড়াল দেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আর প্রাজক্তা মন দেন ইনফ্লুয়েন্সার হিসেবে ক্যারিয়ার গড়তে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৬
এখন বৃষঙ্ক নেপালের কাঠমান্ডুতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আইনজীবী হিসেবে। এ ছাড়া বাইক রাইডিং করতে ভালোবাসেন বৃষঙ্ক। বন্ধুদের বিভিন্ন অনুষ্ঠানে গিটার হাতে গানও ধরেন। এদিকে প্রাজক্তা এ সময়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৬
এই ১৪ বছরে এই জুটি পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৬
প্রথম দেখার ১৪ বছর পর বিয়ে করতে চলেছেন ৩১ বছর বয়সী প্রাজক্তা ও ৩৫ বছর বয়সী বৃষঙ্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৬
২০২৩ সালের অক্টোবরে নিজেদের সম্পর্কের ১ যুগের মাথায় বাগদান সারেন এই জুটি। সে সময় ভাইরাল হয়েছিল তাঁদের এই ছবি। প্রাজক্তা ছবি প্রকাশ করে ক্যাপশনে মজা করে লিখেছিলেন, ‘আজ থেকে তুমি আমার প্রাক্তন প্রেমিক!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৬
প্রাজক্তা ও বৃষঙ্কর বিয়ের আয়োজন ‘রূপকথা’ থেকে কম নয়। বলিউড তারকাদের মতোই প্রি-ওয়েডিং ও বিয়েতে ভারত ও নেপালের প্রথম সারির ফ্যাশন ডিজাইনারদের নকশা করা কাস্টোমাইজড পোশাক পরছেন দুজন। এ ছাড়া পরেছেন মায়ের বিয়ের শাড়ি। আজ বিয়েতে ভারতীয় ডিজাইনার অনিতা ডোংরের নকশা করা পোশাকে কনে রূপে দেখা যাবে প্রাজক্তাকে। বরের সাজে বৃষঙ্ক পরতে পারেন নেপালের ঐতিহ্যবাহী টুপি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৬
ছেলের বিয়ে উপলক্ষ্যে বৃষঙ্কের মা–বাবা ও পরিবার এখন ভারতের মুম্বাইয়ে। নেপালের কাঠমান্ডুতে পারিবারিকভাবে হবে বিবাহোত্তর সংবর্ধনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৬
নিজেদের প্রতিষ্ঠিত করে তবেই বিয়ে করার জন্য এত সময় নিয়েছেন প্রাজক্তা ও বৃষঙ্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৬
বছরখানেক আগে ‘পিঙ্কভিলা’ এক সাক্ষাৎকারে প্রাজক্তাকে প্রশ্ন করে, ‘কেন আপনাদের সম্পর্ক ১৩ বছর টিকে গেল?’ উত্তরে এই ইনফ্লুয়েন্সার বলেন, ‘যেকোনো সম্পর্কের মতো আমরাও অনেক খারাপ দিন দেখেছি। ঝগড়া, মনোমালিন্য হয়েছে। তবে যে একটি কারণে আমাদের সম্পর্ক টিকে গেছে, সেটি হলো আমরা কখনো এই সম্পর্কে হাল ছেড়ে দিইনি। কখনো এটা চিন্তা করিনি যে তোমার সঙ্গে মতের মিল হচ্ছে না, তাই তোমাকে ছেড়ে চলে যাব বা সম্পর্ক ভেঙে ফেলব! বরং কীভাবে সিচুয়েশনটা কাটিয়ে ওঠা যায়, সমাধান করা যায়, সেদিকে মনোযোগ দিয়েছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৬
কিছুদিন আগে ‘ভারতী টিভি পডকাস্ট’–এ কমেডিয়ান ভারতীর একই প্রশ্নের উত্তরে প্রাজক্তা আরও বলেন, ‘শুরু থেকে আমরা দুজনই সম্পর্কের ব্যাপারে আন্তরিক আর সিরিয়াস ছিলাম। কোনো সমস্যা হলে আমরা একজন আরেকজনকে ছেড়ে দেব, সেটা কখনোই কোনো অপশন ছিল না। একসঙ্গে থেকে কীভাবে সেরে ওঠা যায়, প্রতিনিয়ত নিজেদের সেরাটা নিয়ে সামনে এগোনো যায়, এটাই প্রাধান্য পেয়েছে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৬
শোনা যাচ্ছে, প্রাজক্তা ও বৃষঙ্কের বিয়েতে বিদ্যা বালান, বরুণ ধাওয়ান, রাফতার, বাদশাহসহ বলিউডের অনেক চেনা মুখ দেখা যাবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৬
হলুদে নাচছেন প্রাজক্তার মা–বাবা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৬
মেহেদী অনুষ্ঠানে প্রাজক্তা ও বৃষঙ্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৬
রাজকীয় আয়োজনে আজ বিয়ে সারবেন এই জুটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন