ব্র্যাডলির সঙ্গে সম্পর্ক ও প্রাক্তন জায়ানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এই প্রথম যা বললেন জিজি হাদিদ

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপারমডেল জিজি হাদিদ যে মার্কিন নির্মাতা ও অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেম করছেন, তা দুজনের কেউ স্বীকার না করলেও জেনে গিয়েছিল বিশ্ব। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই সম্পর্কের কথা খোলামেলা স্বীকার করে নিয়েছেন জিজি। বাদ যায়নি প্রাক্তন প্রেমিক, ব্রিটিশ সংগীততারকা জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গও। ৫০ বছর বয়সী ব্র্যাডলি কুপার ও ২৯ বছর বয়সী জিজি হাদিদ দুজনেরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য। তবু হাই প্রোফাইল এই জুটির প্রেম শুরু থেকেই ছিল আলোচনায়

১ / ১০
দুজনেই এর আগে একাধিক হাই প্রোফাইল সম্পর্কে ছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
ব্র্যাডলি কুপার ও রুশ মডেল ইরিনা শায়েকের ৮ বছর বয়সী কন্যার নাম লিয়া। ২০১৫–১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই জুটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
অন্যদিকে জায়ান মালিকের সঙ্গে ২০১৫–২১ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন জিজি। এই জুটির কন্যা খাই। খাইয়ের বয়স তিন বছর। মূলত ব্র্যাডলির কন্যা লিয়া ও জিজির কন্যা খাইয়ের কারণেই এই দুজনের পরিচয় হয়। সেটি কীভাবে?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
ব্র্যাডলি ও জিজির প্রথম দেখা ২০২৪ সালের শুরুতে। দুজনের এক কমন ফ্রেন্ডের সন্তানের জন্মদিনের পার্টিতে। সেখানে জিজির কন্যা খাই ও ব্র্যাডলি–কন্যা লিয়াও নেমন্তন্ন পেয়েছিল। সেখান থেকেই দুই অভিভাবক জিজি ও ব্র্যাডলির প্রেমের শুরু। প্রায় এক বছর প্রেম করছেন এই জুটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ব্র্যাডলি কুপার সম্পর্কে জিজি বলেন, ‘ও খুবই রোমান্টিক আর সুখী একজন মানুষ। আমি সময় নিয়েছি। বুঝে ওঠার চেষ্টা করেছি, একটা সম্পর্ক থেকে আমি কী চাই। আমার কী প্রাপ্য। আমি খুবই ভাগ্যবান যে ওর সঙ্গে আমার দেখা হয়েছে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
জিজি আরও বলেন, ‘আমি একজন সৃজনশীল মানুষ হিসেবে ব্র্যাডলিকে খুবই শ্রদ্ধা করি। সে আমাকে অনুপ্রাণিত করে, বিশ্বাস করতে শেখায়। আমি আরও আত্মবিশ্বাসী হয়েছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
এর আগে গুজব রটেছিল, জিজি হাদিদের মা, ডাচ-মার্কিন মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব ইয়োলান্ডা হাদিদ নাকি জিজি ও জায়ানের ‘সংসারে’ নাক গলাতেন। আর জিজি মায়ের কথা বেশি গুরুত্ব দিতেন। এই নিয়ে মূলত ‘সংসারে অশান্তি’। এমনও শোনা যায়, জায়ান নাকি জিজির মায়ের গায়ে হাত তুলেছিলেন। আর এর পরই জিজি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের শেষ দিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠে এসেছে এসব বিষয়। সে প্রসঙ্গেও প্রশ্ন করা হয় জিজিকে। পুরোটা অস্বীকার করেননি। তিনি বলেন, ‘কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। আসলে এটা নিয়ে কথা বলতে চাই না। দিন শেষে আমি পুরো গল্পটা জানাতে আগ্রহী নই। ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষকে জবাবদিহি করা আমার দায়িত্ব না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
সাক্ষাৎকারে এই সুপারমডেল জানান, তিনি একটা ‘স্বাভাবিক প্রেমের জীবন’ চান। গোপনীয়তা আর নিরাপত্তার সঙ্গে সঙ্গীকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাঁচতে চান, ঘুরে বেড়াতে চান। আর এ কারণে সাধারণ মানুষকে ঈর্ষা করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
তবে জিজি এ-ও বলেন, ‘সময়ের সঙ্গে মানুষ সেরে ওঠে। আর তখন মনে হয়, যা ঘটেছে, সেটা জীবনের জন্য সঠিক ছিল। কিন্তু সেই মুহূর্তে আমরা সেটা বুঝতে পারি না। জীবন থেকে কিছু জিনিস চলে যেতে দিতে হয়। শিক্ষা নিতে হয়। কেননা, আপনি সবসময় সবকিছু সঠিক করবেন না। আবার যেটা ভুল হয়ে গেছে, সেটা ঠিকও করতে পারবেন না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
জায়ানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে জিজির। বললেন, ‘আমরা আমাদের সন্তানকে (খাইকে) ভালোবাসা দিয়ে বড় করতে চাই। আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আস্থা রাখি।’
ছবি: বিলবো৴ড সূত্র: ইয়াহু
আরও পড়ুন