ব্র্যাডলির সঙ্গে সম্পর্ক ও প্রাক্তন জায়ানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এই প্রথম যা বললেন জিজি হাদিদ
ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপারমডেল জিজি হাদিদ যে মার্কিন নির্মাতা ও অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেম করছেন, তা দুজনের কেউ স্বীকার না করলেও জেনে গিয়েছিল বিশ্ব। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই সম্পর্কের কথা খোলামেলা স্বীকার করে নিয়েছেন জিজি। বাদ যায়নি প্রাক্তন প্রেমিক, ব্রিটিশ সংগীততারকা জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গও। ৫০ বছর বয়সী ব্র্যাডলি কুপার ও ২৯ বছর বয়সী জিজি হাদিদ দুজনেরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য। তবু হাই প্রোফাইল এই জুটির প্রেম শুরু থেকেই ছিল আলোচনায়
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০