শ্রীদেবীর সঙ্গে বাবার পরকীয়া থেকে বিষণ্নতার শুরু, সেসব পেছনে ফেলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই কাপুরকন্যা

১ / ১৫
বলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। কনে বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের একমাত্র কন্যা ৩৪ বছর বয়সী আংশুলা কাপুর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দেড় শ বছরের পুরোনো বেলভেদেরে দুর্গকে সাক্ষী রেখে হাঁটু গেড়ে প্রেমিকা আংশুলাকে বিয়ের প্রস্তাব দেন ৩৩ বছরের রোহান ঠক্কর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
সামাজিক যোগাযোগমাধ্যমে আংশুলা লিখেছেনে, ‘যে মুহূর্তে সে আমাকে জীবনসঙ্গী বানানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিল, মনে হলো মুহূর্তেই পৃথিবীর আর সবকিছুই থেমে গেল।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
রোহানের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্ক আংশুলার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
২০২২ সালে এক ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়। আংশুলা লিখেছেন, ‘সেদিন আমরা রাত একটা থেকে সকাল ছয়টা পর্যন্ত একটানা কথা বললাম, আর বুঝে গেলাম, এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
রোহান ঠক্কর সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, অন্যদিকে আংশুলা কাপুরের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
৩৪ বছর বয়সী আংশুলা ও ৩৩ বছর বয়সী রোহান ৩ বছর ধরে আছেন এক ছাদের নিচে। মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন এই জুটি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
আংশুলা কাপুর যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন বার্নার্ড কলেজ থেকে আরবান স্টাডিজে স্নাতক। রোহান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চিত্রনাট্য বিষয়ে ও লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
আংশুলা কাপুর মূলত উদ্যোক্তা। বডি পজিটিভিটি ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
রোহান ২০১৬ সালে মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নভেলিস্ট’–এর নায়ক। রোহান মূলত লেখালেখি করেন। এ ছাড়া ‘নেক্সট লেভেল এন্টারটেইনমেন্ট গ্লোবাল’–এর আর্টিস্ট ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
আংশুলার আপন বড় ভাই অর্জুন কাপুর। জাহ্নবী কাপুর ও খুশি কাপুর তাঁর সৎবোন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
আংশুলা কাপুরের বয়স যখন মাত্র ৬, তখন থেকেই বাবা বনি কাপুর ও মা মোনা আলাদা থাকতে শুরু করেন। বনি কাপুর সে সময় মূলত শ্রীদেবীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন। শ্রীদেবীর ঘরে জাহ্নবী কাপুরের জন্মের পর বাবার সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয় আংশুলার। আর তখন থেকেই হতাশা ও বিষণ্নতার সঙ্গে লড়াই শুরু আংশুলার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
বহু বছর বাবাকে ক্ষমা করতে পারেননি আংশুলা। ২০১২ সালে মা মোনা ক্যানসার, উচ্চ রক্তচাপসহ আরও নানা রোগে ভুগে মাত্র ৪৮ বছর বয়সেই মারা যান। তখনো ভীষণ বিষণ্নতায় ভুগেছেন আংশুলা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
কয়েক বছর হলো বাবা বনি কাপুর ও শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়েছে আংশুলা কাপুরের।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
সবকিছু ঠিক থাকলে এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আংশুলা ও রোহান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: পিঙ্কভিলা ও স্টারস আনফোল্ডেড

আরও পড়ুন