মা দিবসে কী দেবেন মাকে?

মাকে কিছু উপহার দেওয়ার মধ্যে যে আনন্দ, তার বোধ হয় তুলনা চলে না। মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস। তাই অনেকেই হয়তো ভাবছেন, ‘মাকে কী দেব, কী দেব!’ মায়ের জন্য উপহার কী হতে পারে, কেবলই কি বস্তুগত জিনিসপত্র? নাকি আরও অনেক কিছুই আছে দেওয়ার? কিছু খোঁজখবর থাকল এখানে...

অবস্তুগত উপহার

এখানে মাত্র তিনটা উদাহরণ দেওয়া হলো। আপনি চিন্তা করলে আরও অনেক উপহারের কথাই মাথায় আসবে। আর এটা তো নিশ্চিত, এসব অবস্তুগত উপহার মায়ের কাছে অত্যন্ত মূল্যবান।

মা দিবসে নাহয় বদলে যাক ঘুরতে যাওয়ার সংজ্ঞা
ছবি: প্রথম আলো

ঘুরতে যান

অনেকের কাছে ঘুরতে বের হওয়া শুধু বন্ধুবান্ধব আর ভালোবাসার মানুষের জন্যই বরাদ্দ থাকে। মা দিবসে নাহয় বদলে যাক ঘুরতে যাওয়ার সংজ্ঞা। মাকে নিয়ে চলে যান কোনো একটা সুন্দর জায়গায়। প্রকৃতির কাছাকাছি হলে সবচেয়ে ভালো। তারপর একটা রেস্তোরাঁয় বসে অর্ডার করতে পারেন মায়ের পছন্দের খাবার। ঘরে ফেরার পথে মাকে কিনে দিতে পারেন তাঁর প্রিয় ফুল।

রান্না করুন

বাড়ি থেকে দূরে থাকলেই বোঝা যায় মায়ের হাতের রান্নার মহিমা। তবে কাছে থাকলে তো রোজ রোজ মায়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হয় অনেকেরই। তবে মা দিবসে আপনি নিজেই মায়ের প্রিয় খাবার রান্না করে চমকে দিতে পারেন। বড় আয়োজন করা সম্ভব না হলেও নাশতাজাতীয় কিছু বানিয়েও তাক লাগিয়ে দিতে পারেন একটু চেষ্টা করলেই।

ঘর গোছানো

এলোমেলো ঘর নিয়ে মায়ের বকা খাননি, এমন মানুষ খুব কমই আছে। মা দিবসে উপহার হিসেবে নিজের এবং অন্যান্য ঘর গুছিয়ে রাখতে পারেন। এমনকি সুযোগ পেলে মায়ের ঘরটাও গুছিয়ে দিতে পারেন। আর সে সময় চুপিসারে একটা উপহারও লুকিয়ে রাখতে পারেন মায়ের ঘরে।

বস্তুগত উপহার

আজকাল উপহার দেওয়ার মতো জিনিসপত্রের অভাব নেই। নিজে বাজারে গিয়ে কিংবা অনলাইনে অর্ডার করে কিনতে পারেন মায়ের জন্য মোক্ষম উপহারটি। তবে এখানে যেসব উপহারের কথা বলা হলো, তা মূলত চিরকালীন, সহজলভ্য এবং সারা দুনিয়ায় প্রচলিত।

সাতসকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে তুলে দিতে পারেন একগুচ্ছ ফুল
ছবি: পেক্সেলস

ফুল

ভালোবাসা প্রকাশের জন্য ফুলের চেয়ে ভালো উপহার হতে পারে না। সাতসকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে তুলে দিতে পারেন একগুচ্ছ ফুল। মা দিবস উপলক্ষে ফুলের সঙ্গে ছোট্ট একটা চিরকুটও থাকতে পারে। সেখানে লিখতে পারেন মায়ের প্রতি ভালোবাসার কথা।

ছবির ফ্রেম

মায়ের জীবনের স্মরণীয় মুহূর্ত কিংবা গুরুত্বপূর্ণ দিনের ছবিগুলো দিয়ে তৈরি করতে পারেন একটা ছবির অ্যালবাম। পুরোনো ছবি ফিরিয়ে আনে সোনালি সময়। পরিবারের সঙ্গে কাটানো দিনের কথা মনে পড়লে অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে।

পুরোনো ছবি ফিরিয়ে আনে সোনালি সময়
ছবি: পেক্সেলস

বই কিংবা অন্য কিছু

মাকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই। মা বইয়ের পোকা হলে এটা হতে পারে দারুণ উপহার। এ ছাড়া উপহার হিসেবে বেছে নিতে পারেন একটা শাড়ি। রান্নার সামগ্রী, সাজগোজের জিনিসপত্র কিংবা একটা গাছও মাকে যারপরনাই খুশি করবে।