প্রথম ডেটে যে ১০ প্রশ্ন করবেন না

প্রথম ডেটে আনন্দ আর উত্তেজনার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি থাকে, সেটা হলো স্নায়ুচাপ (প্রতীকী ছবি)
ছবি: পেক্সেলস

প্রথম ডেটে আনন্দ আর উত্তেজনার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি থাকে, সেটা হলো স্নায়ুচাপ। ডেটের এই নার্ভাসনেসটুকু সুন্দর সন্দেহ নেই, তবে এর একটা বিপদের দিকও আছে। সেটা হলো, ‘কী বলব, কী বলব না’র ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলা। প্রথম দর্শনেই যদি উল্টাপাল্টা প্রশ্ন করে সঙ্গীকে বিরক্ত করে ফেলেন, তবে কে জানে, প্রথম ডেটই হয়ে যেতে পারে আপনার শেষ ডেট। ছিমছামভাবে যাবেন। খুব বেশি আশা রাখবেন না। চলুন জেনে নিই এমন ১০টি প্রশ্ন, যেগুলো কখনো প্রথম দেখা হওয়ার দিন আপনার করা উচিত হবে না।

১. তোমার আগের সম্পর্ক ভেঙেছিল কেন?

এই প্রশ্ন কখনোই করা উচিত না। কারণ, আপনি প্রেম করতে এসেছেন, গোয়েন্দা হয়ে আসামির জবানবন্দি নিতে আসেননি। এমন প্রশ্ন আপনার সম্বন্ধে যেমন নেতিবাচক ধারণা দেবে, তেমনি নষ্ট করে ফেলবে প্রথম দিনের বিশেষ মুহূর্তটাও।

২. তুমি এখনো সিঙ্গেল কেন?

ফ্লার্ট করার জন্য হলেও এমন প্রশ্ন করা উচিত না। এটা অপর পাশের মানুষটাকে কষ্ট দিতে পারে। মনে রাখতে হবে, দীর্ঘদিন সিঙ্গেল থাকার মধ্যে কোনো সমস্যা নেই। সবার জীবনের লক্ষ্য প্রেম করা নয়।

প্রথম ডেটে ছিমছামভাবে যাবেন। খুব বেশি আশা রাখবেন না
ছবি: পেক্সেলস

৩. তোমার আসল জন্মস্থান কোথায়?

এলাকা নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক ধারণা প্রচলিত। বরিশাল, নোয়াখালী বা উত্তরবঙ্গ নিয়ে চালু আছে নিম্নরুচির সব জোকও। কাজেই এলাকা নিয়ে প্রশ্ন করলে আপনার সঙ্গীর মনে হতে পারে, আপনার ভেতর হয়তো এলাকা দেখে মানুষ বিচার করার মানসিকতা আছে।

৪. এখন পর্যন্ত কয়টা প্রেম করেছ? ‘বডি কাউন্ট’ কত?

অতীত নিয়ে বোঝাপড়া থাকতেই পারে। কৌতূহলও থাকতে পারে। তাই বলে প্রথম দেখার দিনই এমন প্রশ্ন আপনার সঙ্গীকে অস্বস্তিতে ফেলবে।

৫. মাসিক আয় কত?

ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন অবশ্যই করতে পারেন। কিন্তু প্রথম দিনেই যদি সরাসরি টাকার অঙ্ক জানতে চান, তবে সেটা ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই।

৬. এই সম্পর্কের ভবিষ্যৎ কী?

প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু প্রথম দিনের জন্য খুবই বেমানান। তাই প্রশ্নটা সঠিক সময়ের জন্য তুলে রাখুন।

৭. তোমার জীবনের সবচেয়ে লজ্জার মুহূর্ত কী?

মজার ছলেও এমন প্রশ্ন করা উচিত না। বরং তার জীবনের ভালো মুহূর্তগুলোর কথা জানতে চান।

৮. তুমি কয়টা বাচ্চা চাও?

এই প্রশ্নও ঘোড়ার আগেই গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার। আগে সম্পর্কটা মজবুত করেন, সম্পর্কই যদি না চলে, আগেই তার সঙ্গে পরিবার পরিকল্পনা করে লাভ আছে? ধাপে ধাপে এগোন।

আরও পড়ুন

৯. ‘আমাকে তোমার কেমন লেগেছে?’

প্রশ্নটাকে যথেষ্ট নিরীহ মনে হলেও এমন প্রশ্ন আপনার আত্মবিশ্বাসহীনতার প্রমাণ দেবে। কাজেই নিজের ব্যাপারে প্রশ্ন করার সময় সাবধান হোন।

১০. তোমার এই সুন্দর বন্ধুটার নাম কী?

সাধারণত কোনো গ্রুপ ছবি দেখার সময় মনের অজান্তেই আমরা এই ভুল প্রশ্ন করে ফেলি। প্রথম ডেটে কোনোভাবেই অন্য কারও প্রতি আপনার আগ্রহ, আকর্ষণ দেখাবেন না। আপনি হয়তো সাদামনেই জিজ্ঞেস করেছেন, তবে এটা আপনার মানসিকতা সম্বন্ধে ভুল বার্তা দিতে পারে।

ইংরেজিতে একটা কথা আছে, ‘ফার্স্ট ইমপ্রেসন ইজ দ্য লাস্ট ইমপ্রেসন’। ফলে প্রথম ডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উল্টাপাল্টা প্রশ্ন করে মুহূর্তটা গুবলেট করে ফেললে সেটা ঠিক করার সুযোগ খুব কম মানুষই পায়।

সূত্র: হাফপোস্ট

Photo by Vija Rindo Pratama from pexels

Photo by Viktoria Slowikowska from Pexels