যে ৮ লক্ষণ দেখে বুঝবেন সঙ্গী প্রতারণা করছে
আদতে কোনো একটা লক্ষণ দেখে সঙ্গী প্রতারণা করছে কি না, তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে সম্পর্ক বিশেষজ্ঞরা প্রতারক সঙ্গীর কিছু কমন বৈশিষ্ট্যের কথা বলেছেন।
১. উল্টো আপনাকেই সন্দেহ করে
যিনি নিজে প্রতারক বা গোপনে আরেকটা সম্পর্ক চালিয়ে নিচ্ছেন, তিনি হঠাৎ আপনাকে নিয়ে সন্দেহ করতে পারেন। লাইসেন্সধারী ম্যারেজ ও ফ্যামিলি থেরাপিস্ট নাদিন ম্যাকালুসো বলেন, ‘গ্যাসলাইটিং একধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন (মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ)। আপনি যাতে নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, সঙ্গীকে সন্দেহ না করেন, এ কারণে প্রতারক সঙ্গী উল্টো সন্দেহ করে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে ব্যস্ত রাখেন। আবার তিনি নিজে প্রতারক বলে তাঁর ভেতরেও সন্দেহ দানা বাঁধে।’
২. হঠাৎ গোপনীয়তা নিয়ে অতি সতর্কতা
আগে হয়তো সঙ্গী আপনার সামনেই নির্দ্বিধায় ফোনে কথা বলতেন বা চ্যাট করতেন। কিন্তু হুট করে যদি লক্ষ করেন, ফোনে কথা বলার সময় সঙ্গী আড়াল খুঁজছেন, তাহলে সন্দেহের অবকাশ থাকে। এ সময় প্রতারক সঙ্গী ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজনীয়তা নিয়ে ‘লেকচার’ও দিতে পারেন। ডেটিং কোচ লাইডিয়া ক্লেমেনশোউইচের বলেন, ‘সঙ্গীর সামনে একজন চ্যাটিং করবেন বা ফোনে কথা বলবেন, এটাই স্বাভাবিক। এর জন্য সঙ্গীকে যদি উঠে অন্য ঘরে চলে যেতে হয়, “কার সঙ্গে কথা বলছিলে”র উত্তর যদি হয়, “তেমন কেউ না”, তো সেটিকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরুন।’
৩. যোগাযোগে ছন্দপতন
সঙ্গী হয়তো অফিসে লাঞ্চ ব্রেকে নিয়মিত ফোন করতেন। এখন আর করেন না। বাসা থেকে আগে আগে বের হন, দেরি করে ফেরেন। ঘন ঘন ‘ব্যবসায়িক বা পেশাগত ভ্রমণে’ যাচ্ছেন। ‘ওভারটাইম’-এর প্রতি হঠাৎ আগ্রহ বেড়ে যাচ্ছে। অর্থাৎ নানা ব্যস্ততা আর অজুহাতে যোগাযোগ কমিয়ে দেওয়ার আরেক মানে হতে পারে সঙ্গী ভেতরে ভেতরে অন্য কারও প্রতি আগ্রহী।
৪. প্রশ্নের উত্তর আসে ঘুরিয়ে পেঁচিয়ে
‘কোথায় ছিলে?’, ‘কার সঙ্গে চ্যাটিং করছ?’, ‘কে ফোন করেছিল?’, ‘কী নিয়ে এত ব্যস্ততা?’, ‘এই নম্বর কার?’, ‘কে এতবার ফোন করেছিল?’ এ ধরনের প্রশ্নের বিপরীতে যদি সঙ্গী রেগে যান, সোজাসাপটা বা যৌক্তিক উত্তর না পান, সঙ্গী যদি আপনাকে প্রমাণস্বরূপ পরিস্থিতি ব্যাখ্যা না করতে পারেন, সঙ্গীকে সন্দেহ করার অবকাশ থেকেই যায়।
৫. সাজপোশাক নিয়ে সচেতনতা
হঠাৎ সঙ্গী ফ্যাশন আর স্টাইল নিয়ে সচেতন হয়ে পড়েছেন, বাইরে যাওয়ার আগে বারবার আয়নায় নিজেকে দেখছেন, নিজেই জুতা পালিশ করে চকচকে জুতা পায়ে বের হচ্ছেন, বিভিন্ন ধরনের পারফিউম ট্রাই করছেন, নতুন পোশাক কিনছেন, এ ধরনের পরিবর্তনগুলো যদি হঠাৎ সঙ্গীর ভেতরে দেখতে পান, সঙ্গীকে প্রশ্ন করতেই পারেন।
৬. আপনার বা সংসারের প্রতি অনীহা
আপনি সঙ্গীর পছন্দের পোশাক পরেছেন, চুল কেটেছেন, তিনি খেয়ালই করলেন না! আপনার বা ঘরের কোনো পরিবর্তনও তিনি আগের মতো ধরতে পারছেন না, এমনকি সন্তানকেও আর আগের মতো সময় দেন না। মন দিয়ে আপনার কথা শুনছেন না, মনোযোগের অভাব দেখা দিচ্ছে। এসবই হতে পারে প্রতারক সঙ্গীর লক্ষণ।
৭. ব্যাখ্যাতীত ব্যয়
আপনার সঙ্গীর ‘অর্থনৈতিক স্ট্যাটাস’ আপনি জানবেন, এটাই স্বাভাবিক। তবে সঙ্গী অন্য কোথাও সম্পর্কে জড়ালে তাঁর মানিব্যাগ বা ব্যাংক অ্যাকাউন্টে তার প্রভাব পড়বে। আপনার অজান্তেই নানা খাতে ব্যয় হবে। সঙ্গী সংসারের পেছনে ব্যয় কমিয়ে দিতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে এমন সব উত্তর আসবে, যা আপনি দেখতে পাচ্ছেন না অথবা বোঝেন না। আবার সঙ্গী হুট করে রেগে গিয়ে বলতে পারেন, ‘সবকিছু কেন তোমাকে ব্যাখ্যা করতে হবে? আমার কি কোনো খরচ থাকতে পারে না?’
৮. আপনার ষষ্ঠ ইন্দ্রিয়
‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, বলা হয়ে থাকে, সঙ্গী প্রতারণা করছে, এর সবচেয়ে প্রকট বৈশিষ্ট্য হলো আপনার ‘গাট ফিলিং’ বা ষষ্ঠ ইন্দ্রিয়। সঙ্গীর যদি কোনো বাহ্যিক বৈশিষ্ট্য দেখা না-ও যায়, তবু আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে সতর্ক করবে। আপনার ‘সারপ্রাইজ’ উপস্থিতিতে সঙ্গী ভ্যাবাচেকা খেয়ে রেগে যেতে পারে। বারবার আপনি এমন সব মুহূর্তের মুখোমুখি হবেন, যেসব আপনার ভেতর সঙ্গীর সততা নিয়ে প্রশ্ন তুলবে। আর সে রকম কিছু ‘ডট’ মিলিয়ে আপনি ঠিকই ধরে ফেলবেন বিষয়টি।
সূত্র: রিডার্স ডাইজেস্ট