জেনে নিন বিল গেটসের প্রেমিকা পলা হার্ড সম্পর্কে ১২টি অজানা তথ্য

বিশ্বের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী বিল গেটস জানিয়েছেন, মেলিন্ডা গেটসের সঙ্গে বিচ্ছেদ তাঁর জীবনের বড় ভুল। অকপটে বলেছেন, তাঁর জীবনে অনেক ব্যর্থতা আছে, তবে সবার ওপরে থাকবে মেলিন্ডার সঙ্গে ২৭ বছরের দাম্পত্যজীবনের সমাপ্তি। আর এ জন্য তিনি অনুতপ্ত। এ-ও বলেছেন, আবার যদি গোড়া থেকে শুরু করার সুযোগ হয়, তিনি মেলিন্ডাকেই বিয়ে করবেন। এদিকে তিন বছর ধরে বিল গেটস ও তাঁর প্রেমিকা পলা হার্ড একসঙ্গেই আছেন। আর তিনি জীবনের সবচেয়ে ভালো সময় পার করছেন বলেও জানিয়েছেন। সম্প্রতি নতুন বইয়ের প্রকাশনা উপলক্ষে ‘দ্য টাইমস অব লন্ডন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান ৬৯ বছর বয়সী বিল গেটস।

সাবেক স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিল গেটস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও মাল্টি বিলিয়নিয়ার বিল গেটসের স্মৃতিকথা ‘সোর্স কোড: মাই বিগিনিংস’ প্রকাশিত হতে চলেছে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে। এই বইয়ের পাতায় পাতায় জীবনের অজানা সব অধ্যায়ে আলো ফেলছেন তিনি। চট করে জেনে নেওয়া যাক তাঁর ‘ভালোবাসার দ্বিতীয় অধ্যায়’ পলা হার্ড সম্পর্কে।

গ্যালারিতে একসঙ্গে খেলা দেখছেন বিল গেটস ও পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১. ২০২১ সালের আগস্টে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় বিল গেটসের। ২০২২ সালের সেপ্টেম্বরে পলা ও বিলকে প্রথমবারের মতো দেখা যায় জনসমক্ষে। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের আসরে দর্শকসারিতে দেখা দেন এই জুটি। মূলত এর পর থেকেই বিল গেটস পলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

বই পড়ছেন বিল গেটস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২. সম্প্রতি ‘দ্য টাইমস অব লন্ডন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, ৬৯ বছরে দাঁড়িয়ে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি উৎফুল্ল বোধ করছেন।

লাল গালিচায় একসঙ্গে বিল গেটস ও তাঁর প্রেমিকা পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৩. ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সে দশম ‘ব্রেকথ্রু প্রাইজ’ বিতরণী অনুষ্ঠানে এই জুটি প্রথমবার লালগালিচায় ধরা দেন।

উৎফুল্ল বিল গেটস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৪. সম্পর্ক জনসমক্ষে আসার আগে ২০২৪ সালে ‘বিবিসি’র এক সাক্ষাৎকারে বিল গেটসের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘আপনি কি আবার প্রেমে পড়তে চান?’ উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, নিশ্চিতভাবেই। আমি তো রোবট নই।’

পলার সাবেক স্বামী মার্ক হার্ডের সঙ্গে পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৫. সফটওয়্যার কোম্পানি ওরাকলের সিইও মার্ক হার্ড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ২০১৯ সালের অক্টোবরে। মৃত্যুর আগপর্যন্ত ৩০ বছর তাঁর দাম্পত্যসঙ্গী ছিলেন পলা। ক্যাথরিন ও কেলি নামে এই দম্পতির দুই কন্যা আছে।

পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৬. পলা হার্ড যুক্তরাষ্ট্রের অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ১৯৮৪ সালে ব্যবসা প্রশাসনে স্নাতক করেন।

পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৭. স্নাতক শেষে পলা সফটওয়্যার কোম্পানি ন্যাশনাল ক্যাশ রেজিস্টারে চাকরি করেন এক দশক। এরপর ডেভেলপার কোম্পানিতে ১৭ বছর কাজ করেন ইভেন্ট ম্যানেজার হিসেবে।

বিল গেটস ও তাঁর প্রেমিকা পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৮. পলা ২০২১ সালে তাঁর জীবনসঙ্গী মার্ক হার্ডের আলমা ম্যাটার, যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেইলর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণামূলক কাজে ৭ মিলিয়ন ডলার বা প্রায় ৮৫ কোটি টাকা দান করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে এই দম্পতির নামে একটি গবেষণাগার আছে। পলা টেনিসের উন্নয়নে দান করেছেন কোটি কোটি টাকা। বিল গেটস ও পলা দুজনেরই দানশীল হিসেবে নামডাক আছে বিশ্বব্যাপী।

বাগদান অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে বিল গেটস ও প্রেমিকা পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

৯. বিল গেটস ও পলা হার্ড ২০২৩ সালের আগস্টে অ্যামাজনের সাবেক সিইও ও মার্কিন বিলিয়নিয়ার জেফ বেজোস ও লরেন সানচেজের বাগ্‌দান অনুষ্ঠানে অংশ নেন। ইতালির সাগরে জেফের ব্যক্তিগত ৫০০ মিলিয়ন ডলারের ইয়টে ছিল এই আয়োজন।

মুকেশ আম্বানি ও তাঁর ছোট পুত্র অনন্ত আম্বানির সঙ্গে বিল গেটস ও পলা হার্ড
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১০. গত বছরের মার্চে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং আয়োজনে অংশ নেন বিল গেটস ও পলা হার্ড। বিল নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন। গত বছর জুলাইয়ে প্যারিস অলিম্পিকেও জুটি বেঁধে দেখা দিয়েছেন বিল গেটস ও পলা হার্ড।

টেনিস খেলছেন বিল গেটস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১১. মার্কিন শিল্পপতি মহলে অত্যন্ত সম্মানিত পলা হার্ড ব্যক্তিজীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। টেনিস নিয়ে বিশেষ আগ্রহী। বিল গেটসও ইদানীং টেনিস নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।

পলার সঙ্গে হাসছেন বিল গেটস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১২. একসঙ্গে ভালো আছেন ৬৯ বছর বয়সী বিল ও ৬০ বছর বয়সী পলা। তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই এই জুটির।


সূত্র: পিপল ম্যাগাজিন 

আরও পড়ুন