অবসর কাটান একসঙ্গে

সবারই ব্যক্তিগত ভালো লাগার ব্যাপার থাকে। কেতাবি ভাষায় যাকে বলে শখ। আপনার সঙ্গীর সঙ্গে সেটা না–ও মিলতে পারে। মেলাটাই বরং ভাগ্যের ব্যাপার। প্রায়ই দেখা যায়, দুজনের শখ দুই রকম। ফলে দুজনে অবসর সময় যার যার শখের কাজ করে পার করেন। মানে সময়টা দুজনের একসঙ্গে কাটানো হয় না। চেষ্টা করুন এটা এড়ানোর। অবসরটা দুজনে মিলে কাটানোর চেষ্টা করুন। তেমন কিছু খুঁজে বের করুন, যেটা দুজনেরই পছন্দ।

সমর্থন দিন পরস্পর

প্রতিদিনের পথচলায় সবারই নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তার থেকে আসে অশান্তি, মানসিক উদ্বেগ। এসব আপনি যত বয়ে নিয়ে বেড়াবেন, ততই বাড়তে থাকবে। ততই হারাতে থাকবেন মানসিক স্থিরতা। এসব বয়ে না বেড়িয়ে বরং আলোচনা করুন সঙ্গীর সঙ্গে। এ বাবদে দুজন দুজনকে সমর্থন করুন। তাতে দুজনই উদ্বেগ কাটিয়ে উঠতে পারবেন। সেই সঙ্গে বাড়তে থাকবে পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস।

অতি-প্রযুক্তিনির্ভরতাকে না

যত দিন যাচ্ছে, প্রযুক্তির প্রতি আমাদের নির্ভরতা বেড়েই চলেছে। ফলে এখন কেবল প্রয়োজনেই নয়, অপ্রয়োজনেও আমরা প্রযুক্তির ব্যবহার করি। কাজের বাইরে অবসর সময়টাও কাটিয়ে দিই প্রযুক্তির সান্নিধ্যে। করোনায় বাসায় থেকে কাজ করার অভ্যাস এই সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে থাকতে হবে সতর্ক। খেয়াল রাখতে হবে, প্রযুক্তি যেন আপনাদের যৌথ সময় কেড়ে না নেয়। প্রতিদিন আপনারা একসঙ্গে যে সময় কাটান, সেটা কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্কটাকে স্বাস্থ্যকর রাখতে ভীষণ সাহায্য করে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস