ভালোবাসার নয়া উপায় জানালেন ব্রিটনি

গানের মানুষ ব্রিটনি। অথচ গত কয়েক বছর গান ছাড়া আর ‘সবকিছু’ নিয়েই খবরের শিরোনাম হয়েছেন ৪০ বছর বয়সী মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। মারাত্মক হতাশা, মাদকাসক্ত হয়ে অসংলগ্ন আচরণ, বাবার সঙ্গে অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াই, নিজের চেয়ে ১২ বছরের ছোট ইরানি মডেলের সঙ্গে প্রেম, রিহ্যাব সেন্টার থেকে ভালো রিপোর্ট, সেই মামলায় জয়, বাগদান, অতঃপর রূপকথার বিয়ে—ব্রিটনির জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়।

ব্রিটনি ও স্যাম
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০০৭ থেকে ২০২২। এই ১৫ বছর ব্রিটনির রিলেশনশিপ স্ট্যাটাস ছিল ‘সিঙ্গেল’। ২০১৬ সালে ‘স্লাম্বার পার্টি’ গানের মিউজিক ভিডিওর জন্য অভিনেতা খুঁজতে গিয়ে ইরানি মডেল স্যাম আসগারির সঙ্গে দেখা। মিউজিক ভিডিওতে কাজ করার সুবাদে প্রেম। তারপর বাবার সঙ্গে সম্পদ আর অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে বিয়ে। ব্রিটনি যদি আইনি লড়াইয়ে না জিততেন, তাহলে তিনি ‘বিয়ে ও সন্তান লালন–পালনের জন্য অনুপযুক্ত’ বলে বিবেচিত হতেন।

ইনস্টাগ্রামে তাঁর ৪ কোটি ১৮ লাখ ভক্তকে সম্প্রতি ভালোবাসার নয়া উপায় শিখিয়েছেন ব্রিটনি। সেখানে শেয়ার করা একটি পোস্টে তিনি জানিয়েছেন, ‘তুখোড় মন আর চমৎকার আত্মার অধিকারী একজন মানুষের সঙ্গে গভীর কথোপকথন—ভালোবাসার দুর্দান্ত আধুনিক উপায়।’ ভালোবাসাবাসি করতে কত কিছুই তো করে মানুষ। পার্কে বসে বাদাম ছিলে সঙ্গীর মুখে তুলে দেওয়া থেকে শুরু করে হাঁটু গেড়ে আংটি নিয়ে বিয়ের প্রস্তাব...কখনোবা কপালে চুমু এঁকে দেওয়া—এ সবই ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে ব্রিটনির কাছে এসব পুরোনো হয়ে গেছে। তাঁর মনে হচ্ছে, চমৎকার একজন মানুষের সঙ্গে গভীর কথোপকথন ভালোবাসার দুর্দান্ত একটা উপায়।
আচ্ছা, আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার গভীর কথোপকথন হয় তো?

আগের চেয়ে এখন অনেক ভালো আছেন ব্রিটনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে