আমন্ত্রিত অতিথিদের এনডিএ বা নো ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে তবেই ঢুকতে হয়েছে বিয়ের দাওয়াতে। মুঠোফোনগুলোও জমা দিতে হয়ছে গেট থেকেই। বিয়ের আয়োজনকে চমৎকার বলেছেন অতিথিরা। বিয়ের দাওয়াতে বাদ পড়েননি মার্ভেলের সহকর্মীরা, তাঁদের মধ্যে স্কারলেট জোহানসন, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, জেরেমি রেনার উল্লেখযোগ্যছবি: ইনস্টাগ্রাম থেকে