বড় বোনের দায়িত্ব

পরিবারের বড় মেয়ের অনেক দায়িত্ব। না চাইলেও এই দায়িত্ব পালন করতে হয়। ছোট ভাইবোনের দেখভাল করা, মা-বাবার মতো করে ভালোবাসা, নেতৃত্বের কাজগুলোও এর মধ্যে পড়ে। শুধু ভালোবাসা নয়, শাসনের দায়িত্বও তাঁর কাঁধে। তাই এই দায়িত্বগুলো এবং বড় বোনের দায়িত্বটুকু কতটা ভালোভাবে সামলাবেন, সে বিষয়ে কিছু পরামর্শ জেনে নিন।

সময় কাটানো
ছোট ভাইবোনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে হবে। উপদেশ দেওয়া ছাড়াও নিছক হাসিঠাট্টাও করা উচিত। তা না হলে সম্পর্কের জড়তা কাটবে না। ছোটরা সহজ হলে যেকোনো কথা শেয়ার করবে।

কথা শুনতে হবে
আপনি বলবেন, ছোটরা শুনবে। বিষয়টি তা নয়। ছোটদের অভিযোগ বা যেকোনো কথা শোনার ধৈর্য থাকতে হবে। সব সময় তারা ঠিক বলবে, তা-ও নয়। কিন্তু শুনতে হবে।

পরিস্থিতি সামলানো
অনেক সময় দেখা যায়, ছোট ভাইবোন এমন কাজ করল, মেজাজ খারাপ হয়ে গেল আপনার। তাহলে কী করবেন? দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি সামলাতে হবে। যদি আপনি রেগে যান, একটু বিরতি নিন, পরে আবার এসে কথা বলুন। যদি বড় বোন হিসেবে পরিস্থিতি সামলাতে না পারেন বা গুরুতর কিছু হয়, তাহলে মা-বাবার সাহায্য নিতে হবে। আবার আপনার কোনো আচরণ বা কথায় ছোট ভাইবোন কষ্ট পেলে সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিন।

সূত্র: উইকি হাউ