
মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ । তাঁর মেয়ে এশা ইউসুফ, দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে এখন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন। ‘দুইপ্রজন্ম’ বিভাগে আজ থাকছে তাঁদের কথা
১. বিজয়কে কীভাবে উপলব্ধি করেন?
নাসির উদ্দীন ইউসুফ: বিজয়কে গৌরবের দিন মনে করি। সেই সঙ্গে বেদনারও। বিজয়ের দিনে অনেককে হারিয়েছি। এর মধ্যে আমার নিজের অনেক ঘনিষ্ঠজনও ছিলেন।
এশা ইউসুফ: আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযোদ্ধা পরিবারে বেড়ে উঠেছি। দেখেছি অনেক মুক্তিযোদ্ধাকে। তাঁদের কাছে শুনেছি অনেক গল্প। তাই আমার কাছেও বিজয়টা গৌরবের।
২. যে বই বারবার পড়তে ভালো লাগে?
নাসির উদ্দীন ইউসুফ: লিও তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস বারবার পড়া হয়।
এশা ইউসুফ: ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়েছি। তবে সবচেয়ে বেশি যে বইটি পড়ি, তা পিটার কুকের মহাভারত। কলকাতা বইমেলা থেকে ১২ বছর বয়সে বইটি কিনেছি।
৩. যাঁদের ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে
নাসির উদ্দীন ইউসুফ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী—এই দুজন মানুষের ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে।
এশা ইউসুফ: অবশ্যই বাবা-মা। এর বাইরে অমিতাভ রেজার ব্যক্তিত্বও আমাকে বেশ মুগ্ধ করে।
৪. প্রিয় বন্ধু...
নাসির উদ্দীন ইউসুফ: আমার প্রিয় বন্ধু সেলিম আল দীন। আমার ব্যক্তিজীবনে সে নানাভাবে ভূমিকা রেখেছে।
এশা ইউসুফ: আমার বেশির ভাগ বন্ধু দেশের বাইরে। ঢাকায় আমার প্রিয় বন্ধু কামাল শামস।
৫. প্রিয় মানুষ
নাসির উদ্দীন ইউসুফ: আমার মেয়ে এশা ইউসুফ।
এশা ইউসুফ: শাওন মাহ্মুদ।
৬. বেড়ানোর জন্য সবচেয়ে ভালো লাগার জায়গা
নাসির উদ্দীন ইউসুফ: দেশের মধ্যে সিলেট। দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ু এলাকায় বেড়াতে বেশি ভালো লাগে।
এশা ইউসুফ: আমি ঘুরতে খুব ভালোবাসি। হাতে টাকা হলেই ঘুরতে বেরিয়ে পড়ি। সবচেয়ে পছন্দের জায়গা কলকাতা।
৭. বেড়াতে গেলে অবসর সময়টাতে কী করেন?
নাসির উদ্দীন ইউসুফ: আমি খেতে পছন্দ করি। কোথাও বেড়াতে গেলে অবসর সময়ে সেই দেশের ঐতিহ্যবাহী খাবার খাই।
এশা ইউসুফ: বই পড়ি, সিনেমা দেখি।
৮. দেশকে নিয়ে যে গান বারবার শুনি...
নাসির উদ্দীন ইউসুফ: বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ বারবার শুনি। এ ছাড়া ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ আর ‘ধনধান্য পুষ্পভরা’ গান দুটিও ভালো লাগে।
এশা ইউসুফ: ক্রিপটিক ফেইটের ‘চলো বাংলাদেশ’ গানটা বারবার শুনি।
৯. প্রিয় গায়ক-গায়িকা?
নাসির উদ্দীন ইউসুফ: প্রিয় শিল্পী আলতাফ মাহমুদ ও সাবিনা ইয়াসমীন। মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কবির সুমনের গানও ভালো লাগে।
এশা ইউসুফ: জিম মরিসন এবং আমার মা শিমূল ইউসুফ।
১০. সবচেয়ে বড় সমালোচক...
নাসির উদ্দীন ইউসুফ: আমার স্ত্রী শিমূল ইউসুফই আমার সবচেয়ে বড় সমালোচক।
এশা ইউসুফ: বাবা-মা।
১১. প্রিয় মঞ্চনাটক?
নাসির উদ্দীন ইউসুফ: বনপাংশুল আমার প্রিয় মঞ্চনাটক।
এশা ইউসুফ: বনপাংশুল। এ ছাড়া প্রাচ্যনাটের সার্কাস সার্কাস নাটকটিও আমার খুব প্রিয়।
১২. প্রিয় লেখক...
নাসির উদ্দীন ইউসুফ: হাসান আজিজুল হক। তাঁর ছোটগল্পগুলো আমার বেশ ভালো লাগে।
এশা ইউসুফ: হেনরি মিলার।
১৩. প্রিয় সিনেমা...
নাসির উদ্দীন ইউসুফ: সত্যজিৎ রায়ের চারুলতাআর ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা প্রিয় সিনেমা।
এশা ইউসুফ: সত্যজিৎ রায়ের নায়ক।