নতুন উদ্যোগ, নতুন শাখা

উজ্জ্বলা-সিটি আলো চুক্তি

দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে সহায়তার লক্ষ্যে উজ্জ্বলা লিমিটেড ও সিটি ব্যাংকের বিশেষ নারী ব্যাংকিং ডিভিশন সিটি আলো যৌথভাবে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারির মাধ্যমে প্রতিষ্ঠান দুটি দেশজুড়ে নারী উদ্যোক্তাদের ব্যবসা এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য সহজ শর্তে ঋণ প্রদান করবে, যা নারী উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগে আগ্রহী করে তুলবে এবং তাঁদের চলার পথকে আরও মসৃণ করবে।

এ ছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার মাধ্যমে বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরে নারীদের ব্যবসা ক্ষেত্রে স্বনির্ভর করার লক্ষ্যে উভয় সংস্থা একসঙ্গে কাজ করবে। এই চুক্তিতে উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীন ও সিটি আলোর প্রধান মরিয়ম জাভেদ জুহি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উজ্জ্বলা চার বছর ধরে বিউটি অ্যান্ড গ্রুমিং শিল্পে (বিউটি পারলার অ্যান্ড স্যালন) পেশাদারি অর্জনে নারীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে উজ্জ্বলা সুবিধাবঞ্চিত ও দুর্বল জনগোষ্ঠীর নারীদের দক্ষতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার পাশপাশি, তাঁদের স্বাবলম্বী করে তুলতেও ভূমিকা পালন করছে।

রাজিয়া’স মেকওভার স্টুডিওর নতুন শাখা

বিউটিশিয়ান রাজিয়া সুলতানা সম্প্রতি তাঁর রাজিয়া’স মেকওভার স্টুডিওর নতুন শাখা উদ্বোধন করেন। রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় ৬ জুন যাত্রা করে বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার রাজিয়া সুলতানা বলেন, ‘আমরা দীর্ঘদিন শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে সফলতার সঙ্গে ধানমন্ডি শাখায় গ্রাহকদের সেবা প্রদান করে এসেছি। এবারও গ্রাহকদের দোয়া ও ভালোবাসায় আমাদের দ্বিতীয় শাখাটি উদ্বোধন করেছি। আশা করছি, সব সময়ের মতো এবারও আমাদের অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াসমিন, আফরোজা পারভীন, কাজী কামরুল ইসলাম, শারমিন কচি, সাদিয়া তাজমিন দোলা, আশনা হাবিব ভাবনা, জিনাত সানু স্বাগতা, বন্যা মির্জা, তানিয়া নুরসহ আরও অনেকে।

ফ্যাশন মলে নববধূ সাজে অপু বিশ্বাস

অতিমারির কারণে অনেক কিছুর মতোই বিয়ের সিজনও কিছুটা নিয়মের বাইরে চলে গেছে। এই ঋতুতেও চলছে বিয়ের আয়োজন। এমনকি স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে, কোনো কোনো।ক্ষেত্রে ঘরোয়া আয়োজনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হচ্ছে। তবে অনুষ্ঠানের আকার যেমনই হোক, বিয়ে মানেই আনন্দ আর খুশির উৎসব। বর-কনের সেই মাহেন্দ্রক্ষণকে কানায় কানায় পূর্ণ করতে উত্তরার ১১ নম্বর সেক্টরে খান টাওয়ারে রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মল সেজেছে উৎসবের সাজে। তাদের এই আয়োজনের অংশ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার সঙ্গে বিয়ের গয়নায় নিজেকে নববধূর সাজে সাজিয়ে তোলেন অপু বিশ্বাস।

এই ফ্যাশন মলের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান বলেন, ‘সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এ জন্য অনেকগুলো দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় আমাদের এক-একটি বিয়ের শাড়ি বা লেহেঙ্গা। সেই সঙ্গে বিয়ের গয়নাও হতে হবে আধুনিক ও পছন্দসই। সেদিক দিয়ে আমরা অন্যদের থেকে এগিয়ে। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি দুবাই ও সিঙ্গাপুরের দক্ষ কারিগরের চোখধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং ডায়মন্ডের গয়না পাবেন আমাদের এখানে। বর-কনেকে আমাদের গয়না এবং পোশাকে সাজিয়ে দেখার জন্য অপূর্ব সুযোগ রয়েছে একমাত্র এখানে। আমাদের প্রতিটি সেলসম্যান স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সর্বোচ্চ সাবধানতার সঙ্গে সেবা দিচ্ছেন।’

এখানে পাঞ্জাবি, শাড়ি, লং কামিজ, থ্রি-পিস, ফ্রক, টপস, শার্ট, স্যুট, জুতা ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিশাল কালেকশন।