বিজয় উদযাপনকে অন্য মাত্রা দিতে প্রতিবছরই পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফট করে থাকে বিশেষ আয়োজন। গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায় এবারের বিজয়ে পোশাক ছাড়াও নানা রকম উপহারসামগ্রী নিয়ে কে ক্র্যাফটের এ আয়োজন।
প্রতিষ্ঠানটি তাদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রং হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি ও টপস, পাঞ্জাবি, শার্ট, শাল, মাফলার, স্কার্ফ, টি-শার্ট, হুডি জ্যাকেট এবং ব্যান্ডানার আয়োজন করা হয়েছে। এ ছাড়া শিশুদের জন্য রয়েছে কামিজ, টপস, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জসহ সব আউটলেট ছাড়াও কেনাকাটা করা যাবে অনলাইন স্টোর kaykraft.com থেকে।