ঈদের পোশাক নিয়ে মেলা

ঢাকায় চলতি সপ্তাহেই ঈদের পোশাক নিয়ে বেশ কিছু মেলা হচ্ছে। জেনে নিন সেটারই খোঁজখবর

পোশাক প্রদর্শনী

আইভি হাসানের তৈরি করা পোশাক
ছবি: সংগৃহীত

ডিজাইনার আইভি হাসানের নকশা করা বৈশাখ ও ঈদের পোশাক নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ডলস হাউস। পোশাকগুলোতে ফুটে উঠেছে চিত্রশিল্পী ভ্যান গঘের তারাভরা রাত, সূর্যমুখী, মিসরীয় সভ্যতার চিত্রকল্প ও চিরাচরিত প্রকৃতি। গরমের কথা মাথায় রেখে মসলিন, অরগাঞ্জা, খাদি, সুতি ও সিল্কের কাপড় বেছে নেওয়া হয়েছে। প্রাধান্য পেয়েছে হ্যান্ড পেইন্ট, ব্লক, স্ক্রিন প্রিন্ট, কারচুপি ও মেশিন এমব্রয়ডারির কাজ। ৭ ও ৮ এপ্রিল ঢাকার বনানীতে অবস্থিত ঢাকা সাফারী হোটেলে এই প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

ঈদের পোশাক নিয়ে মেলা

‘এপেক্স প্রেজেন্টস পানাশ রামাদান সুক’– এ থাকবে এ ধরনের পোশাক
ছবি: নকশা

রাজধানীর গুলশান ২-এ অবস্থিত সিক্স সিজন হোটেলে বসতে যাচ্ছে ‘এপেক্স প্রেজেন্টস পানাশ রামাদান সুক’। দুই দিনের এই আয়োজনে বাংলাদেশের ৩৫টি ব্র্যান্ড ও বুটিক অংশ নেবে। স্থানীয় জুতার ব্র্যান্ড এপেক্স প্রদর্শনীতে তুলে ধরবে প্রিমিয়াম ব্র্যান্ড মুচি ও নিনা রসির সংগ্রহ। আগামী শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১০টা এবং শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। সেরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর বিভিন্ন পণ্য একছাদের নিচেই পাওয়া যাবে। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে এপেক্স, খুবসুরতি, জে এস ফ্যাশনস, গো দেশি-মেড ইন বাংলাদেশ, কারুজ বাংলাদেশ, বেনি বুনন, কাহন, পলকা ড্রপস ইত্যাদি। জুতা, অলংকার, ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে মেকআপের সামগ্রী ও পোশাক—প্রদর্শনীতে সবই থাকবে। উৎসব উপলক্ষে এই বুটিকগুলোয় মূলত জারদৌসি কাজ, হাতের কাজ ও ব্লক ছাপের বিভিন্ন ডিজাইন থাকবে। ঘর সাজানোর উপকরণ নিয়ে থাকছে বেনি বুনন, কারুজ বাংলাদেশ ও গোদেশি।