ঈদ কেনাকাটায় এপেক্সে পাবেন ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট গিফট কোড

হাইহিল, নাগরা, আনুষ্ঠানিক কিংবা ক্যাজুয়াল জুতা—পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন নকশার স্যান্ডেল আছে এপেক্স, যা পরলে নিজেকে মনে হবে অন্যদের চেয়ে আলাদা।

ঈদ এলেই সবার একটাই চিন্তা—কী পরব? যেটা পরব সেটা কি আমার স্টাইলকে সফলভাবে প্রতিফলিত করবে? এসব চিন্তা মুহূর্তেই দুশ্চিন্তায় পরিণত হতে পারে যদি না আপনি সচেতন থাকেন চলতি ধারা সম্পর্কে। কোন জুতা যাবে জামার সঙ্গে, পাঞ্জাবির সঙ্গেই-বা কী মানাবে? প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে মাথায়। তবে সবচেয়ে বড় চিন্তা হলো, নকশা ঠিক মনের মতো হবে কি না। আপনার ঈদ উদ্‌যাপনকে আরও আনন্দময় করে তুলতে এপেক্স নিয়ে এসেছে নতুন সব ঈদের সংগ্রহ।

হাইহিল, নাগরা, আনুষ্ঠানিক কিংবা ক্যাজুয়াল জুতা—পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন নকশার স্যান্ডেল আছে এপেক্স, যা পরলে নিজেকে মনে হবে অন্যদের চেয়ে আলাদা। স্টাইলটাও ঠিক আপনার মতোই। পরিবারের সবাই খুঁজে পাবে পছন্দের জুতা। এ ক্ষেত্রে বেশ কিছু ব্র্যান্ড নিয়ে সব ধরনের চাহিদা পূরণ করছে এপেক্স। যেমন ‘মুচি’ ব্র্যান্ডের নতুন সংগ্রহ তরুণীদের পোশাকের সঙ্গে মানিয়ে যাচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে। ‘নিনো রসি’ ব্র্যান্ডের স্যান্ডেলগুলো রং আর আরামের দিক দিয়ে এগিয়ে আছে, সব বয়সী নারীদের জন্য। যাঁরা নিয়মিত সাজতে পছন্দ করেন, রং মিলিয়ে পরতে পছন্দ করেন, তাঁদের জন্য একই ডিজাইন বিভিন্ন রঙে পাওয়ার সুবিধা আছে। তেমনি রং এক রেখে নকশায় বৈচিত্র্য এনে ঈদের উদ্‌যাপনকে আরও ভিন্নমাত্রায় নিয়ে যেতে এপেক্স আছে আপনাদের সঙ্গে। যেমন ‘ভেঞ্চুরিনি’ ব্র্যান্ডের ঈদ সংগ্রহে পুরুষদের জন্য ক্ল্যাসিক থেকে শুরু করে চলতি ধারার ডিজাইনের জুতা। প্রতিটি জুতার উপকরণ, নকশা, ফিনিশিং—সবকিছুতেই ‘ভেঞ্চুরিনি’র মান দৃশ্যমান। এই ব্র্যান্ডগুলো থেকে নিজের স্টাইল ও ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে সহজেই খুঁজে নিতে পারবেন আপনার ঈদ ফ্যাশনের জন্য সেরা ডিজাইন।

ঈদ মানে নিজেকে তুলে ধরা উদ্‌যাপনের আমেজে। আলোকোজ্জ্বল আড়ম্বরে নিজেকে একটু আলাদা করে দাঁড় করানো। স্টাইলের দৌড়ে বরাবরের মতোই এগিয়ে আছেন নারীরা।

হাইহিল পছন্দ কিন্তু আরামদায়ক হবে তো? এ প্রশ্নের উত্তরে আটকে না থেকে চলে আসতে হবে অ্যাপেক্সে। ‘মুচি’ ঈদ সংগ্রহে খুব সহজেই উত্তর পাওয়া যাবে। যেমন ভারসাম্য আছে এমন হাই ব্লক হিলের সঙ্গে স্লিং ব্যাক স্টাইল হওয়ায় ‘মুচি’র হিল কালেকশন খুব সহজেই পরে থাকা যায় ঘণ্টার পর ঘণ্টা। সহজে মানিয়েও যায় যেকোনো পোশাকের সঙ্গে। এ ছাড়া ঈদ মাথায় রেখে আছে কাল্ট ক্ল্যাসিক বিভিন্ন ডিজাইনের নাগরা। চামড়ার তৈরি নাগরাগুলো এতটাই স্টাইলিশ, যা সহজেই মানিয়ে যায় আমাদের উৎসবের ঐতিহ্যবাহী পোশাক, এমনকি পাশ্চাত্য পোশাকের সঙ্গেও। ফ্ল্যাট স্যান্ডেল মানেই সাদামাটা—এ ধারণাকেই বদলে দেয় ‘নিনো রসি’ ব্র্যান্ডের জুতাগুলো। ফুটবেড যতটা সফট ও আয়েশি, ওপরের অংশটা ঠিক ততটাই স্টাইলিশ। মিড ওয়েজ থাকায় এর কিছু নকশার স্যান্ডেল আয়েশের সঙ্গে বের করে আনে আপনার স্টাইলিশ সত্তাকে। এ ছাড়া স্লিং ওয়েজ হিল, মিড হিল, কুশন বেড ডিজাইনগুলো তুলে ধরছে ক্ল্যাসিক একটা স্টাইল। উৎসবের আমেজ উঠে আসবে পায়ে, ঠিক যেমনটা মানিয়ে যায় পছন্দের পোশাকের সঙ্গে। এবারের ঈদে তাই আপনার স্টাইলের সব চাহিদা মেটাতে আপনার সঙ্গে আছে এপেক্স। এপেক্সের সঙ্গে ঈদ আনন্দ হোক ষোলো আনা! তাই এই ঈদে ‘বেস্ট স্টাইলে বেস্ট ডিল’ পেয়ে যান এপেক্সে! ঈদ শপিংয়ে আপনি পাচ্ছেন ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট গিফট কোড! ঈদ আনন্দ এবং ঈদ ফ্যাশনকে ষোলো আনা পূর্ণ করতে তাই আজই চলে আসুন এপেক্স স্টোরে অথবা ভিজিট করুন এই লিংকে