ক্লাব হাউস
ফ্যাশন ক্লাব হাউসে বেশ অনেক দিন ধরেই চলেছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। অনলাইন ও দোকানে কেনাকাটায় এই ছাড় ছিল। তবে এখন শুধু অনলাইনেই মিলছে। তাদের অনলাইন শপে নির্দিষ্ট পণ্যের ওপর ৭০ ভাগ ছাড়ে কেনা যাবে নারী, পুরুষ ও শিশুদের পোশাক।
রঙ বাংলাদেশ
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশে চলছে শরতের ডামাডোল শিরোনামে বিশেষ ছাড়। দোকান ও অনলাইন শপের সব পণ্য ২০ থেকে ৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে।
কে ক্র্যাফট
ফ্যাশন হাউস কে ক্র্যাফটেও চলছে ছাড়। তাদের দোকান ও অনলাইন কেনাকাটায় নির্ধারিত পণ্যে মিলবে ৫০ শতাংশ ছাড়। তাদের ছাড় পণ্যের আওতায় আছে নারী ও পুরুষের বিশাল সংগ্রহ।
কিউরিয়াস
লাইফস্টাইল পণ্যের ব্র্যান্ড কিউরিয়াসেও চলছে ৫০ শতাংশ ছাড়। পোশাক ছাড়াও কিউরিয়াসের নির্ধারিত হোম ডেকোর পণ্যে মিলবে এই ছাড়।
ইশো
আসবাব ও হোম ডেকোর পণ্যের ব্র্যান্ড ইশোতে চলছে ২০ শতাংশ ছাড়। তাদের হোম ডেকোর ও অফিস অ্যাকসেসরিজে মিলবে এই ছাড়। শোরুম ছাড়াও অনলাইনে অর্ডার করা যাবে।