একই ছাদের নিচে মিলবে দেশি পণ্য, দেশি খাবার

ধানমন্ডি ২৭–এ অবস্থিত রাপা প্লাজার জয়িতায় একই ছাদের নিচে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, পোশাক ও খাবার পাওয়া যায়। এই বিপণিকেন্দ্র মূলত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। পাশাপাশি জয়িতার ফুডকোর্টের নান্দনিক অন্দরসাজেও মুগ্ধ হচ্ছেন ক্রেতারা। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।

১ / ৯
বেত, বাশের তৈরী নানান পন্য পাওয়া যায় এখানে।
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৯
পুরো পরিবেশটাও দারুণ সাজানো–গোছানো
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৯
নান্দনিক এই পরিবেশে মা ও মেয়েও এসে দুপুরের খাবার খাচ্ছেন
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৯
শখের হাঁড়ি রয়েছে সাজানো গোছানো
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ৯
নানা কবিতার লাইন দিয়ে সাজানো দেয়াল
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ৯
মাটির জিনিস কিনছেন ক্রেতারা
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ৯
এই ফুডকোটে দেশি খাবার বেশি পাওয়া যায়
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ৯
তেল, মধু, আটা, চাল নানা দ্রব্যসামগ্রী পাওয়া যাবে এখানে
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ৯
দুপুরের খাবার খেতে এসেছেন অনেক মানুষ
ছবি: সাবিনা ইয়াসমিন