জেনে নিন
বড়দিনে ঘর সাজানোর সামগ্রীর দরদাম
বড়দিনের বিশেষ আয়োজনে থাকে নানা ধরনের উপহার আর ঘর সাজানোর উপকরণ
বড়দিন মানেই লাল, সাদা সান্তা ক্লজ, আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো আর প্রিয়জনকে উপহার দেওয়ার চিরাচরিত ঐতিহ্য। ঢাকার বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেল বড়দিনের বিশেষ আয়োজন উপলক্ষে আছে নানা ধরনের উপহার আর ঘর সাজানোর উপকরণ।
রাজধানীর আসাদগেটে অবস্থিত উপহারসামগ্রীর দোকান সোর্স এবং ফার্মগেটের জাগরণী সেন্টারে গিয়ে দেখা গেল বড়দিন উপলক্ষে রয়েছে নানা রং আর নকশার উপহারসামগ্রী। কার্ড, গিফট বক্স, বিভিন্ন রকম দরজার বেল, বেতের তৈরি ব্যাগ, জুটের নানা সামগ্রী। ঘর সাজানোর সামগ্রীর দাম ৫০ টাকা থেকে শুরু করে ৫৫০ টাকা পর্যন্ত।
তবে বাঁশ-বেতের হ্যান্ডি ক্র্যাফটস ও পাটের বিভিন্ন সামগ্রীর দাম কিছুটা বেশি। এ ছাড়া ফার্মগেটের হলি রোজারি চার্চের সামনে দেখা গেল ছোট ছোট বিভিন্ন দোকান, যেখানে বড়দিনে ঘর সাজানোর সামগ্রী, ক্রিসমাস টুপি, ছোট ছোট ক্রিসমাস ট্রি ও বিভিন্ন আলোকসজ্জার সামগ্রী। সময়ের সঙ্গে সঙ্গে উপহার দেওয়ার ধরনেও এসেছে অনেক পরিবর্তন। ঘর সাজানো ও উপহার দেওয়া-নেওয়ার মধ্য দিয়েই সবাই ভাগ করে নেয় বড়দিনের আনন্দ।