প্লাস্টিকের ওয়ার্ডরোব ব্যবহারে যে সুবিধা পাবেন
কাঠের কিনতে গেলে আকাশছোঁয়া দাম। আবার আসল কাঠের কি না, সেই সন্দেহও থেকে যায়। এর বদলে সাধ্যের মধ্যেই চমৎকার নকশার প্লাস্টিকের ওয়ার্ডরোব কিনতে পারেন। এগুলো ওজনে হালকা, যেকোনো জায়গায় খুব সহজেই বহন করা যায়। জায়গাও নেয় অল্প, টেকেও বহুদিন। ‘ইনসেক্ট রিপেলেন্ট মাস্টারব্যাচ’ ব্যবহার করা হয় বলে পোকামাকড়ের আক্রমণ থেকে পোশাককেও রাখে সুরক্ষিত। ফলে আলাদাভাবে ন্যাপথলিন বা অন্য কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে না। এমনটাই জানালেন আরএফএল হাউজওয়্যারের বিপণনপ্রধান ইসফাকুল হক। তিনি জানান, দাম হাতের নাগালে বলে সবার জন্যই কেনা সহজ আরএফএলের ওয়ার্ডরোবগুলো।
যেমনটা মিলছে এখন
ঢাকার ইন্দিরা রোডের বেস্ট বাই শো রুমের শেষ মাথায় সারিবদ্ধভাবে সাজানো প্লাস্টিকের ওয়ার্ডরোবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন বিক্রয়কর্মী সানজিদা পারভীন। কসমস থেকে শুরু করে শাপলা, মর্নিং গ্লোরি ফুলপাতার নকশায় সাজানো আসবাব। পাঁচ স্তরের ওয়ার্ডরোবের নিচের চারটিতে একটি করে এবং ওপরের স্তরে দুটি করে ড্রয়ার আছে। কোনটার আবার প্রতিটি স্তরেই একটি করে, কোনোটার আবার প্রতিটি স্তরই দুটি করে ড্রয়ার। আবার একক ড্রয়ারের লম্বাটে ওয়ার্ডরোবও আছে, একে বরং বড় ওয়ার্ডরোবের অর্ধেক বলা চলে। বিশেষ করে শিক্ষার্থীর ও ব্যাচেলররা এ ধরনের ক্লজেট ব্যবহার করে থাকেন। পোশাকের পাশাপাশি বুকশেলফ হিসেবেও ব্যবহার করা যায়। কেউ চাইলে জুতার বক্স হিসেবেও ব্যবহার করতে পারেন।
দাম কেমন
শোরুমে ছোট থেকে বড় ওয়ার্ডরোব মিলবে ৫ হাজার ৪০০ থেকে ১২ হাজার ২০০ টাকায়। প্রতি মাসেই নির্দিষ্ট কিছু পণ্যে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যায়। অনলাইন ফরমাশে মিলবে বাড়তি আরও কিছু সুবিধা। যেমন othoba.com–এর অনলাইন অর্ডারে ১৫ শতাংশ ছাড়ে ৭ হাজার টাকার প্ল্যাটিনাম ফোর ডি-সুগন্ধ মডেলের আরএফএল ওয়ার্ডরোব পাবেন ৫ হাজার ৯৫০ টাকায়। শূন্য শতাংশ ইএমআই সুবিধা আছে মাসিক ৪৯৫.৮৩ টাকা থেকে। ১৫ শতাংশ ছাড়ে ৮ হাজার ৫০০ টাকার ক্ল্যাসিক ফাইভ ডি ফিউশন ও ক্ল্যাসিক ফাইভ ডি পার্ল মডেলের আরএফএল ওয়ার্ডরোব পাবেন ৭ হাজার ২২৫ টাকায়। শূন্য শতাংশ ইএমআই সুবিধা আছে মাসিক ৬০২.০৮ টাকা থেকে।
১৫ শতাংশ ছাড়ে ১১ হাজার ৫০০ টাকার ডাবল ফাইভ ডি, কেডি এলিট জুয়েল, এলিগ্যান্ট ম্যাপেল উড, ডিলাক্স ওক উড, ডিলাক্স লিলি, এলিগ্যান্ট-গোল্ড, এলিগ্যান্ট ফ্লোরাল, ডিলাক্স এপিক, এলিগ্যান্ট সিলভার, ডিলাক্স প্রিজম, ডিলাক্স গার্ডেনিয়া, এলিগ্যান্ট-আউরা, এলিট ক্রিস্টাল, এলিট-পার্ল, ডিলাক্স স্পার্ক, এলিগ্যান্ট ব্ল্যাক ডায়মন্ড, এলিগ্যান্ট ভেলভেট, ডিলাক্স ইভা ও ডিলাক্স ব্লু মডেলের আরএফএল ওয়ার্ডরোব পাবেন ৭ হাজার ২২৫ টাকায়। শূন্য শতাংশ ইএমআই সুবিধা আছে মাসিক ৮১৪.৫৮ টাকা থেকে।
২০ শতাংশ ছাড়ে ৮ হাজার ৫০০ টাকার ক্ল্যাসিক ফাইভ ডি ফিউশন ও ক্ল্যাসিক ফাইভ ডি পার্ল মডেলের আরএফএল ওয়ার্ডরোব পাবেন ৭ হাজার ২২৫ টাকায়। শূন্য শতাংশ ইএমআই সুবিধা আছে মাসিক ৬০২.০৮ টাকা থেকে।
২০ শতাংশ ছাড়ে ১১ হাজার ৫৭০ টাকার ৫টি ড্রয়ারের ক্ল্যাসিক ফাইভ ডি ফিউশন ও ক্ল্যাসিক ফাইভ ডি পার্ল, ডাবল ফাইভ ডি লিলি অ্যাকোয়া, ডাবল ফাইভ ডি ডায়মন্ড ব্ল্যাক টেল, রোজ মার্বেল-টেল, রোজ লাইন টেল মডেলের আরএফএলের সুপ্রিম ওয়ার্ডরোব পাবেন ৯ হাজার ২৫৬ টাকায়। শূন্য শতাংশ ইএমআই সুবিধা আছে মাসিক ৭১১.৩৩ টাকা থেকে।
এ ছাড়া ২০ শতাংশ ছাড়ে ১২ হাজার ৪০০ টাকার ৫ ড্রয়ারের ড্রিম গার্ডেন পিঙ্ক-টেল পাবেন ৯ হাজার ৯২০ টাকায়, ৫ হাজার ৮০০ টাকার ৪ ড্রয়ারের চেরি পিঙ্ক-টেল পাবেন ৪ হাজার ৬৪০ টাকায়। এতে অবশ্য ইএমআই সুবিধা নেই।
প্রতিবার কেনায় বিকাশ পেমেন্টে আছে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা আর সব ক্ষেত্রেই বিনা মূল্যে বাড়ি পৌঁছে দেওয়ার সেবা তো থাকছেই।
ব্যবহারে সতর্কতা
বিক্রয়কর্মী সানজিদা পারভীন ব্যবহারজনিত কিছু সতর্কতা বিষয়েও জানান।
১. প্রতিটি ড্রয়ারে যেন প্রয়োজনের অতিরিক্ত ওজন না পড়ে, সেদিকে লক্ষ রাখতে হবে।
২. প্রতিবার ড্রয়ার খোলা ও বন্ধ করার সময় যথেষ্ট সাবধান থাকতে হবে।
৩. ড্রয়ার বন্ধ করার সময় ভালোভাবে বন্ধ হয়েছে কি না, খেয়াল রাখতে হবে।
৪. প্লাস্টিক পণ্য হওয়ায় রোদ বা বৃষ্টির পানি নিয়ে টেনশন নেই। টাইলস করা বাসায় সরাসরি মেঝেতেই রাখতে পারেন। মাটির বাড়িতে রাখার ক্ষেত্রে নিচে ইট বা বোর্ডজাতীয় কোনো কিছু রাখুন।
৫. বাসা পরিবর্তনের সময় এক বাসা থেকে অন্য বাসায় নেওয়ার সময় ওয়ার্ডরোবের ভেতরের থাকা সব পোশাক–পরিচ্ছদ বের করে নিন। খালি বক্স আকারে ওয়ার্ডরোব স্থানান্তর করুন, ঠিক প্রথম দিন যেভাবে শোরুম থেকে খালি অবস্থায় বাসায় এনেছিলেন।
শেষে যোগ করলেন, অযত্নে থাকলে লোহাতেও একসময় মরিচা পড়ে আর এ তো প্লাস্টিক পণ্য। তাই সতর্কতার সঙ্গে ব্যবহারই বাড়াতে পারে এর স্থায়িত্ব।